রবিবার, ৭ আগস্ট, ২০১১

ওয়েব এ আয় শিখুন part 6

গত পর্বে ছিল “কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন” আজকের পর্বে থাকছে “কিভাবে জব এ্যাপ্লাই করবেন এবং এ্যাপ্লাই এর দরখাস্তে কি লিখবেন”। আসুন দেখে নেই কিভাবে এগুলো করা যায়।
প্রথমে ওডেস্কে লগিন করুন
odesk-6_1
তারপর Find Contractors & Jobs মেনুর আন্ডারে Find Jobs এ যান
odesk-6_2
আপনার যে বিভাগ পছন্দ সেই বিভাগে ক্লিক করুন, আমি এখানে Web Development বিভাগ নিয়ে দেখাবো
odesk-6_3
এখানে Web Development বিভাগ এর সব জব গুলো দেখাবে।
এই জব সেকশনে অনেক অপশন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি
odesk-6_5
এই অপশনে আপনি নতুন জব ,পুরান জব , ভালো ফিডব্যাকের বায়ারের জব , কম ফিডব্যাকের বায়ারের জব ইত্যাদি দেখতে পারবেন
odesk-6_6
এই অপশনে আপনার পছন্দের কিওয়ার্ড দিয়ে জব খুজতে পারবেন, যেমন আমি খুজতেছি ওয়ার্ডপ্রেস এর জব।
odesk-6_7
এই অপশনে আপনি দুই ধরনের জব দেখতে পারেন। একটা ফিক্সেড আরেকটা আওয়ারলি।
odesk-6_8
এই অপশনে রেট অনুযায়ী জব খুজতে পারবেন
odesk-6_9
এখানে দুটি জবের পার্থ্ক্য দেখুন, একটিতে বায়ারের ফিডব্যাক ভালো এবং পেমেন্ট মেথড ভেরিফাইড অন্যটিতে বায়ারের ফিডব্যাক নেই এবং পেমেন্ট মেথড ভেরিফাইড না। এক্ষেত্রে আপনি পেমেন্ট মেথড ভেরিফাইড বায়ার জব সিলেক্ট করবেন। জব সিলেক্ট করার সময় স্কিল দেখে নিবেন। যে জবটি ভালো লাগবে সেই জবের লিংকে মাউসের ডান বাটন ক্লিক করে নিই ট্যাবে যান। আমি এখানে ফিক্সেড জবের নিয়ম দেখাবো।
odesk-6_10
এবার জবের ডিটেইলস এখানে দেখাবে
odesk-6_11
এখান থেকে বায়ারের ফিডব্যাক দেখে নিন
odesk-6_12
এখান থেকে জবের স্কিল এবং কে কত বিড করেছে তা দেখে নিন, সব শেষে জবটি পছন্দ হলে Apply to this job এ ক্লিক করুন
odesk-6_13
এখানে আপনি বিড রেট দিন
odesk-6_14
এখানে Estimated Duration এ 100$ এর মধ্যে কাজ হলে Less than one week দিন আর তার বেশী হলে সময় বেশী নিন। [বি:দ্র: কাজটি আওয়ারলি হলে Estimated Duration চাইবে না ]
odesk-6_15
এখানে আপনার দরখাস্ত বা কভার লেটার লিখুন
odesk-6_16
এখানে Agree to Terms এ টিক দিয়ে Apply to this job এ ক্লিক করুন
odesk-6_17
এখানে আবার টিক দিয়ে Continue to Apply এ ক্লিক করুন।
কিভাবে কভার লেটার লিখতে হয় এনিয়ে আবার একটা পোষ্ট দিবো এবং কয়েকটা কভার লেটার স্যাম্পল দেবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন