বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১১

অনলাইন এ আয় শিখুন

আমার আগের ফ্রীল্যান্সিং পোষ্টে লিখেছিলাম “কিভাবে প্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সেটিংস করবেন”। আজ আমি দেখাবো ওডেস্ক মেনু অপশন পরিচিতি। এই পোষ্টটি পুরাটাই ইমেজের উপর নির্ভর করে। পোষ্টটি পুরা লোড হতে অপেক্ষা করবেন। আর এখানে ইমেজ গুলো আকারে ছোট দেখা যাবে , তাই ইমেজগুলো পরিস্কার দেখা যাবে না। অনুগ্রহ করে যে ইমেজগুলো পরিস্কার দেখা যাবে না সেগুলো বড় করে দেখে নিবেন।আসুন তাহলে শুরু করি।
Odesk Profile Create Part: 1
Odesk Menu Option: 1
ইমেজটি এখান থেকে বড় করে দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন