রবিবার, ৭ আগস্ট, ২০১১

ওয়েব এ আয় part 6

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়াল ধারাবাহিক পর্যায়গুলোর প্রায় মাঝ পথে চলে এসেছি। আপনাদের কাজের কি রকম অগুগতি হলো জানাবেন। গত পর্বটি ছিল প্রোভাইলকে শক্তিশালী বা ইউনিক করার জন্য “কিভাবে ওডেস্ক রেডিনেস টেষ্ট দিবেন”। আজকের পর্বে থাকছে “কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন”।
ওডেস্কে পেমেন্ট অপশন কয়েক ধরনের, পেপাল, মানিবুকার্স, পেওনার কার্ড। এগুলো যোগ করর জন্য প্রথমে আপনার ওডেস্ক এ্যাকাউন্টে লগিন করুন।
odeskpart5_1
Payment মেনু থেকে Payment Method এ যান।
odeskpart5_2
মানিবুকার্স যোগ: আপনার যদি আগেই যে মেইল দিয়ে ওডেস্ক এ্যাকাউন্ট খুলেছেন সেই মেইল দিয়ে মানিবুকার্স এ্যাকাউন্ট করে থাকেন তাহলে Already registered with Moneybookers? Click here এ ক্লিক করুন
odeskpart5_3
সেই মেইলটি সিলেক্ট করে দিন , তারপর Enable Moneybookers এ ক্লিক করুন
আর যদি আগেই মানিবুকার্স এ্যাকাউন্ট করা না থাকে তাহলে Sign Up Now! এ ক্লিক করুন।
কিভাবে মানিবুকার্স এ্যাকাউন্ট করতে হয় তা জাকারিয়া ভাই সুন্দর করে বর্ণনা করেছেন , তাই আমি নতুন করে লিখলাম না। পোষ্টটি এখান থেকে দেথুন
Payoneer Debit Card এ্যাকাউন্ট করার জন্য Sign Up Now! এ ক্লিক করুন। এইটার নিয়ম এখান থেকে দেখতে পারেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন