রবিবার, ৭ আগস্ট, ২০১১

ওয়েব এ কাজ শিখুন part 4

কেমন আছেন আপনারা। আশা করি ভালোই আছেন। কাজে অত্যধিক ব্যস্ত থাকায় ধারাবাহিক পোষ্ট দিতে বিঘ্ন ঘটছিল। আজ অনেক ধৈর্য্য ধরে লিখতে বসলাম। গত পর্বে লিখেছিলাম “কিভাবে আপনার প্রোফাইলকে শক্তিশালী বা ইউনিক করবেন” আজ তারই ধারাবাহিকতায় লিখবো প্রোভাইলকে শক্তিশালী বা ইউনিক করার জন্য “কিভাবে ওডেস্ক রেডিনেস টেষ্ট দিবেন”। প্রথমে আপনার ওডেস্ক এ্যাকাউন্টে লগিন করুন , এখানে সাধারনত রেডিনেস টেষ্ট হিসাবে দুটি টেষ্ট দিতে হয়। দুটি টেষ্ট উত্তরই প্রায় একই। প্রথম প্রশ্নটির লিংক
প্রথম প্রশ্নটির লিংকে যান
odeskpart2_1
Start Test এ ক্লিক করুন
odeskpart2_2
Continue এ ক্লিক করুন
odeskpart2_3
Click here to start your test এ ক্লিক করুন
odeskpart2_4
Continue এ ক্লিক করুন
odeskpart2_5
শুরু হয়ে গেল ১১টি প্রশ্নের ৬০ মিনিটের পরীক্ষা। সঠিক উত্তরে টিক দিয়ে বাটনে ক্লিক করুন। এভাবে সব গুলো প্রশ্নের উত্তর দিন। [বি:দ্র: এই প্রশ্নের উত্তর গুলো গত পর্বে দেওয়া হয়েছিল সেখান থেকে দেখে নিন]
odeskpart2_6
উত্তরগুলো যথাযথ ভাবে দেয়ার পর পাশ স্কোর ৫ এ ৫ দেখাবে এবং দুইটি অপশন থাকবে এখানে একটি হলো Continue without providing feedback (এটিতে ক্লিক করলে এই টেষ্টের ফলাফল আপনার প্রোপাইলে এ্যাড হবে না , টেষ্টে ফেল করলে এটিতে ক্লিক করবেন)
আরেকটি অপশন Continue and provide feedback on this test (এটিতে ক্লিক করলে এই টেষ্টের ফলাফল আপনার প্রোপাইলে এ্যাড হবে)
নীচে কমেন্টস করার অপশন থাকবে , কমেন্ট না দিয়ে Submit এ ক্লিক করুন।
একইভাবে দ্বিতীয় পরীক্ষাটি দিন। দ্বিতীয় প্রশ্নটির লিংক
ঠিক এইভাবে আপনি অনান্য টেষ্ট গুলোও দিতে পারবেন , যেমন: ওয়ার্ডপ্রেস , মাইক্রোসফট অফিস , প্রোগ্রামিং ইত্যাদি।
আজ এ পর্যন্তই আগামী পর্বে থাকছে “কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন”















মন্তব্য দিন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন