বুধবার, ৩ আগস্ট, ২০১১

অন লাইনে টাকা আয় করার পদ্ধতি

উপায়

তুমি কি বাংলাদেশে থাকো? তুমি কি অনলাইনে আয় রোজগারের সঠিক উপায় খুঁজছো? তাহলে, আমার এই নিবন্ধটি পড়ো। এটি তোমার জন্য একটা সহায়ক হিসেবে কাজ করবে কারণ, অনলাইনে যে কিভাবে ঘরে বসে অনেকভাবে অর্থ উপার্জন করা যায়, তা এই নিবন্ধ পড়লে তুমি জানতে পারবে। আমি তোমাকে বলে রাখতে চাই যে, অনলাইনে আয় করা বাস্তব জীবনে আয় করার মতোই কঠিন। এখানে এমন কিছু রাস্তা আছে যেগুলোতে কাজ শুরু করা সহজ কিন্তু, এগুলো থেকে বেশী টাকা রোজগার করা যায় না। এ তুলনায় অন্যান্য উপার্জনের পন্থায় ভালো আয়ও হয় আবার, তা ধারাবাহিকভাবে বজায় থাকে। বাংলাদেশ থেকে অনলাইন আয় রোজগারের উপায়গুলো নিম্নরুপ,

১।পেড রিভিউ-এর মাধ্যমে আয় রোজগার

সার্ভে বা জরিপ একটা পুরাতন পদ্ধতি আর আমার মনে হয় তুমি এ বিষয়ে জানো। “সার্ভে” সাইটে তুমি গিয়ে নিবন্ধিত হবে আর সার্ভে বা জরিপ আসার অপক্ষা করবে; সার্ভে ফর্ম পূরণ করে তোমার মতামত জানাবে, ব্যস! প্রতিটি সার্ভের জন্যে তুমি টাকা পাবে। এখানে, এমন কিছু ব্যবস্থাও আছে যেখানে, ইমেইল পড়ার ও জবাব দেওয়ারও কাজ থাকে। সার্ভে সাইট হিসেবে অন্যতম জনপ্রিয় সাইট হচ্ছে-সার্ভে সেভী।

২।নিবন্ধ লিখে আয় রোজগার

এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো পাঠকদের লেখায় আপডেট হতে থাকে। কোন কোন সাইটে তারা লেখকদের সাথে মুনাফা ভাগ করে নেয়। তুমি এখানে বিভিন্ন নিবন্ধ লিখতে পারো আর তোমার আর্টিকেল বা নিবন্ধ যতো বেশি পাঠক পড়বে, তুমি ততো বেশি টাকা পাবে। “শুভং” নামক একটা ওয়েবসাইট আছে যারা তাদের লেখকদের সাথে শতকরা ১০ ভাগ গুগল এডসেন্স-এর লভ্যাংশও ভাগ করে নেয়।

৩।পিটিসি বা পেড-টু-ক্লিক এ আয় রোজগার

পিটিসি বা পেড-টু-ক্লিক এর সাহায্যে তুমি ওয়েবসাইট(শুধুমাত্র স্পনসরড্ সাইটগুলো‌)ব্রাউজ করার জন্যে টাকা পাবে। এতে আরো উপায় আছে যাতে ওয়েবসাইট সার্ফ করে, ওয়েবসাইট দেখে আর ওয়েবসাইট সার্চ করে টাকা উপার্জন। সত্যকথা বলতে কি, এই সাইটগলো আয়ের তুলনায় অনেক বেশী সময় অপচয় করে। এরা তোমার একেক ইউনিট এডের পেছনে তোমার ব্যয়ের তুলনায় খুবই কম টাকা দেয়। একটা জনপ্রিয় পিটিসি সাইট যারা ভালো অর্থ প্রদানও করে থাকে সেটি হচ্ছে- বাকস্‌.টু

৪।তোমার তোলা ছবির মাধ্যমে অর্থ উপার্জন

যদি তুমি একজন ফটোগ্রাফার বা চিত্রগ্রাহক হয়ে থাকো, তবে তোমার তোলা আকর্ষনীয় ছবিগুলো অনলাইনে বিক্রি করতে পারো। অনলাইনের ডিজাইনার্‌রা তাদের প্রজেক্টের জন্যে অনেক ছবি খুঁজে থাকেন, তুমি তাদের নিকট তোমার ছবিগুলো বিক্রি করতে পারো। তুমি তোমার ছবিগুলো আই-স্টক-ফটোস্‌ ওয়েবসাইটের মাধ্যমে বিক্রিও করতে পারো।

৫।গুগল এডসেন্সের মাধ্যমে আয় রোজগার

গুগল এডসেন্সে আয় করার জন্যে তোমার একটা সচল ওয়েবসাইট অথবা ব্লগ প্রয়োজন। তুমি নিশ্চয়ই দেখেছো এমন বিলবোর্ড বা পোস্টার যেখানে তারা(জনৈক অসাধু ব্যবসায়ীরা) দাবি করে যে, তুমি এখান ১০ থেকে ২০ ডলার দৈনিক আয় করতে পারবে- এটা সম্পূর্ণ মিথ্যা কথা! গুগল এডসেন্স থেকে ইনকাম হয় তখন যখন, কেউ গুগলের সেসব এডে ক্লিক করে। কিন্তু, এখানে ইনকাম করার পূর্বে তোমাকে একটা তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরী করে নিতে হবে। কিন্তু, তোমাকে সেসব নকল এডসেন্স শেখার জায়গায় এই সেখানো হয় যে, কিভাবে চুরির লেখা দিয়ে একটা নকল ওয়েবসাইট বানাতে হয়, এটাতো আসল নয় কারণ এটা একটা ধোঁকাবাজি।
google.com/adsense

৬।তোমার মতামত প্রকাশের জন্যে টাকা পাবে

হ্যাঁ, এটিই নতুন দিনের আয় রোজগার মাধ্যম, এখন তুমি টাকা নিয়ে যেকোন ওয়েবসাইট বা কোম্পানীর ব্যাপারে তোমার মতামত দিয়ে একটা নিবন্ধ লিখে ফেলো তোমার ব্লগে। পেড রিভিউ সাইটগুলো কল্যাণে, এখন তারা(কোম্পানী বা ওয়েবসাইটগুলো) তোমাকে তাদের ব্র্যান্ড, পন্য বা ওয়েবসাইটের বিষয়ে লেখার জন্যে অর্থ পরিশোধ করবে। তোমার এই মতামত বা ব্লগ  তাদের নিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করবে আর তারা পাবে অধিক পাঠক ও ক্রেতা। এরকম একটা জনপ্রিয় পেড্‌ রিভিউ সাইট হচ্ছে-সোস্যালস্পার্ক

৭।এফাইলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে আয় রোজগার(সেবামূলক গোষ্ঠীর সাহায্য করা)

এটি একটি পদ্ধতি যার মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটে কোন পন্যের প্রচার করবে আর যখন পন্য বিক্রি হবে, তখন তুমি এর থেকে কমিশন পাবে। এখানে অনেক আধুনিক আর ভালো পন্য আছে যেগুলো বিক্রি করা যায় আর মানুষ কিনতেও আগ্রহী; তুমি একজন এফাইলিয়েট হয়েও কাজ করতে পারো। তুমি “ক্লিক ব্যাংক”-এর মাধ্যমে একজন এফাইলিয়েট হয়ে পন্য বিক্রয় করতে পারো।

৮।ব্যানার এডস্‌ বা “ব্যানার” জাতীয় বিজ্ঞাপন বিক্রি করে আয় রোজগার

যদি তোমার একটা প্রতিষ্ঠিত ওয়েবসাইট বা ব্লগ থাকে, তবে বিজ্ঞাপনদাতারা তোমার ব্লগে তাদের বিজ্ঞাপন দিতে দ্বিধাবোধ করবে না। একেই বলে, ব্যানার এডস্‌ অথবা সরাসরি ইনকামের সুযোগ। তোমার ওয়েবসাইটের জনপ্রিয়তা যতো বেশি হবে তোমার পাঠক সংখ্যা বাড়বে ততো বেশি হবে আর তোমার আয়ও বাড়তে থাকবে।

৯।ফ্রি-লেন্সিং বা অস্থায়ী কর্মী হিসেবে অর্থ উপার্জন

ঘরে বসে ফ্রি-লেন্সিং করা আয় রোজগারের একটা চমৎকার সুযোগ। তোমার যদি ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন অথবা এড্‌মিনিস্ট্রেশন বা তদারকির কাজে দক্ষতা থাকে তাহলে, তুমি অনলাইনে এসব কাজ করে আয় রোজগার করতে পারো। তুমি চাইলে ফ্রিলেন্সিংভিত্তিক একটা ক্যারিয়ারই গড়ে তুলতে পারো।

১০।টুইটার বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা

বিজ্ঞাপনদাতাগণ বর্তমানে তাদের ক্যাম্পেইন বা বিজ্ঞাপন উদ্যোগগুলো “টুইটার” বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছেন। এজন্যে, তোমার কোন ব্লগ কিংবা ওয়েবসাইট থাকারও প্রয়োজন নেই। এমন অনেক কোম্পানী রয়েছে, যারা টুইটার বিজ্ঞাপনের কাজ করে থাকে যেমন- মেগ-এ-পাই।

অনলাইনে আয়ের টাকা বাংলাদেশে কিভাবে পাবেন?

ক।চেকে টাকা পাওয়া
এটা একটা ব্যাংকের চেক যেটি তুমি যেকোন ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবে। এডসেন্স ও অন্যন্য সাইট এরকম চেকে টাকা পাঠিয়ে থাকে। এটা বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সাধারণ ও জনপ্রিয় মাধ্যম।

খ।পেপেল-এর মাধ্যমে টাকা পাওয়া

পেপেল টাকা পাওয়ার একটি জনপ্রিয় মাধ্যম, যেটি তোমাকে অনলাইনে টাকা পেতে সাহায্য করবে। অবশ্য, এখনও পেপেল বাংলাদেশে আসেনি কিন্তু শীঘ্রই আসবে।

গ।পেওনিয়ার প্রিপেইড ডেবিট মাস্টারকার্ড

এটা বাংলাদেশে অনলাইনের টাকা পাওয়ার জন্যে নতুন একটা রাস্তা। তুমি অডেস্ক থেকে মাস্টারকার্ড পেয়ে সেই কার্ড থেকে টাকা উঠাতে পারো। পড়ে নাও-বাংলাদেশে অডেস্ক পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রাপ্তি।
ঘ।মানিবুকারস্‌ থেকে টাকা প্রাপ্তি
মানিবুকারস্‌ অনেকটা পেপেলের মতোই আর এটা তোমার ব্যাংক একাউন্টের মতনও। বাংলাদেশে এটা প্রচলিত আছে। মানিবুকারস্‌
ঙ।এলার্টপে-এর মাধ্যমে টাকা পাওয়া
এটিও পেপেলের মতোই আর বাংলাদেশে প্রচলিত আছে। তুমি এর টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উঠাতে পারো। এলার্টপে
চ।ই-গোল্ড ব্যবহার টাকা প্রাপ্তি
পেপেলের মতোই…ই-গোল্ড

আমি অনলাইনে কত টাকা আয় করতে পারবো?

এটা তোমার পরিশ্রম, দক্ষতা আর পদ্ধতির উপর নির্ভর করবে, তুমি চাইলে ৫০০০ থেকে ১০,০০০ টাকা প্রতি মাসে আয় করতে পারবে। আয় সম্পূর্ণ নির্ভর করে তোমার বিশ্বস্ততা ও পরিশ্রমের উপর। এখন, তুমি চাইলে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বা উপরে ৫০,০০০ প্রতি মাসে উপার্জন করতে পারো। আমার একটা পরামর্শ নিতে পারো, এখানে সত্যিই অনেক টাকা বানানো যায় আর এটা কোন ফাজলামো নয়, তুমি যাই করো গম্ভীর হয়ে করবে আর কঠোর পরিশ্রম করবে। কখনো চুরি, ধোঁকাবাজি করবে না আর তোমার কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করবে।

তোমার মতামত জানাও

তুমি কি বাংলাদেশের লোক? তুমি কি অনলাইনে আয় করো? কিভাবে করো? কিভাবে শুরু করেছিলে? আমাকে জানাও, কোন প্রশ্ন থাকলে করে ফেলো আর দয়া করে এই পোস্টটি তোমার প্রিয় সোস্যাল মিডিয়াতে শেয়ার করো। ধন্যবাদ আর বেস্ট অফ সাক্‌সেস(সফলতা কামনা করছি)তোমার!
Rating: 7.5/10 (42 votes cast)
Rating: +9 (from 11 votes)
 59 152share81
Leave a Comment



{ 60 comments… read them below or add one }
1 zahidul islam January 14, 2011 at 5:53 pm
Thouse type of comment know all new born baby but i want to know who are the thrashed sites in online and give there address or do not make any new blog .reply me zahidul35islam@yahoo.com
2 sultanul arefin February 19, 2011 at 2:17 am
I want to do something.But i don’t know how?plz give some suggetion.i like ur airticles.
3 কনিক March 13, 2011 at 1:08 pm
Hello Tomal Bhaia, I am not that new in online earning i know about many earning opportunities . But as need of finance and money i can’t do those things i know but i am trying to do online earning . If you help me to do so i am sure i can do online earning more then any one else in the list. So i am looking forward to hear from you and please let me know if i am ready to work with you………… Best Regards Konick
4 AMIT ROZARIO March 18, 2011 at 12:48 am
khub valo laglo….. thanks… আই-স্টক-ফটোস্‌ er address ta ki ektu diben……
5 Abdur Razzaque March 25, 2011 at 12:38 am
vai amak aponar phone number ta deban ami aponar shata khotha bolba .amak jodi apone aktu doia kora kaj shekhan amai onak ketoggo thakbo
6 Abdur Razzaque March 25, 2011 at 12:44 am
Abdur Razzaque Doulatpur.Santhia.Pabna Thanks brother very nice your write……
7 Abdur Razzaque March 25, 2011 at 12:47 am
Tomar monta onak valo; A.Razzaque 01922-209941 01744-530095
8 Joinal Abedin March 31, 2011 at 4:13 pm
Kub Valo lagola. Ami bekar online-a ai korta chai Please aro kishu easy process post korun.. thank you bai…….
9 ismail Hossain May 28, 2011 at 10:12 pm
am not that new in online earning i know about many earning opportunities . But as need of finance and money i can’t do those things i know but i am trying to do online earning . If you help me to do so i am sure i can do online earning more then any one else in the list. So i am looking forward to hear from you and please let me know if i am ready to work with you………… Best Regards ismail gazipur 01914443543

10 rasel April 1, 2011 at 11:21 am

ami on line a income korte chai . ami seo,web page design,email marketing,optimization,ms word,assess ,Photoshop etc jumla ,fashion design ,blog design,word prass kin tu kibabe j kaj kor bo jani na .
ani body help me .
ami BGMEA university of fashion and Technology,3rd year a porsi
amar skype addars is nirobawazz
email absar31@gmail.com
please any body help he .
iam waiting for yours injection

11 akash April 3, 2011 at 11:34 pm

valo laglo

12 Krystal April 12, 2011 at 9:01 am

Kudos to you! I hadn’t thgotuh of that!

13 Dustusele April 14, 2011 at 1:39 am

onk valo laglo apnar ei bistarito post ta pore

14 Mohi Al Faisal April 15, 2011 at 10:21 am

ami shangbadik.ekti jatio dainik patrikatey news editorer daittey kaj koresi.ekhon bekar.chakrir kotha kaukey boltey lazza lagey.eai prothom onliney enkam shomporkey apner lekha porlam.khub valo laglo.apnakey dhonnobad.ami online shoporkey ba eay bishoy temon paro dorshi noi.tobey bangla vashatey onliney kono lekhalikhi korey inkamer shujog thakley ami ta kortey chai.a baparey kono paramorsha dilley krithartho thakbo.

15 Md.Ibrahim April 19, 2011 at 3:33 pm

how i can warn money ?
16 Md.Ibrahim April 19, 2011 at 3:34 pm
how i can earn money

17 altaf April 22, 2011 at 2:10 am

yess

18 Digital Bondhu April 23, 2011 at 12:59 pm

Hello Tomal Bhaia,
I am not that new in online earning i know about many earning opportunities .
But as need of finance and money i can’t do those things i know but i am trying to do online earning . If you help me to do so i am sure i can do online earning more then any one else in the list. So i am looking forward to hear from you and please let me know if i am ready to work with you. If you know every time have work in Bangladeshi Bayer who give me all time provide work.
Best Regards

19 kanak April 25, 2011 at 2:10 pm

iam not understanding how to can payments system

20 Najmus sakib April 26, 2011 at 11:44 pm

For play and entertainment please visit http://coolgamestoday.com/

21 Moklas May 1, 2011 at 10:42 pm

Hello Tomal Bhaia,
I am not that new in online earning i know about many earning opportunities .
But as need of finance and money i can’t do those things i know but i am trying to do online earning . If you help me to do so i am sure i can do online earning more then any one else in the list. So i am looking forward to hear from you and please let me know if i am ready to work with you…………
Best Regards

22 RONY May 4, 2011 at 11:44 pm

AMI BUJENA KE KORA ATA SURO KORBO. CAN U HELP ME?

23 bablu May 7, 2011 at 3:07 pm

sotthi onek balo akta advise pelam.. tnx..

24 Osthir !! May 8, 2011 at 6:00 pm

Really it’s a very useful post. I am very interest to online earning.I know some work like Web design, SEO, Web research, etc. At this time If you help me to do so i am sure i can do online earning more then any one else in the list..
My Email : oosthir@gmail.com.

25 Sariful hassan May 8, 2011 at 11:48 pm

I want to earn. but how?

26 Mainul May 16, 2011 at 10:53 pm

via
amar basa kurigram . ami onek cesta korisi kinto ami parini.
onek bar protarito hohaci google adsen toiri korar jonno. ami ki vabe ai korbo pls janaben . ar pls phone number dile ami aponar sathe khotha boltam .pls obosi diben .
Mainul

27 tajul islam May 19, 2011 at 10:28 pm

very good very nice i am grateful to you.please give me your phone or email for contract to you. my phone 01743079747

28 sagor May 23, 2011 at 2:19 pm

01680451517

29 Fahad Rahman May 27, 2011 at 11:57 am

nice article………

30 Shimul May 28, 2011 at 3:21 pm

Dear.
I want to earn money from internet through Data Entry.Please instructed me by step by step of all procedure.
Thanks.
shimul

31 লবাবা May 30, 2011 at 11:59 am

ভাইজান, বহু গবেষণা করে যা বুঝলাম, আপনি সরাসরি কোন বিদেশী ব্লগ অথবা আপনার চেয়ে upper positionএর কারো ইংরেজি ব্লগের প্রবন্ধ সরাসরি অনুবাদ করে দিতে চেষ্টা করেছেন।
আমার জন্য আপনার লিখিত ভাষা গ্রহণযোগ্য হচ্ছে তবে তা একটু কম!
দয়া করে আপনার অনুলিখনীর মূল ইংরেজী প্রবন্ধের সাইটটির ঠিকানা দিবেন কি?
দিলে খুব ভাল হয়।

32 S. M. Abu Sayeed June 1, 2011 at 3:38 pm

ami ki oneline a kivavy incom korte pari ta janale valo hoe.

33 apurba June 2, 2011 at 5:22 am

now i’m in uk .i know uk has the provider freelanceing market but i don kno how can i get a chrange to earn online.pls help me .also i need internet online bank account.pls repy me ”royopu27@yahoo.com”

34 shemon June 4, 2011 at 1:54 pm

thanks

35 Md. Hassan June 6, 2011 at 8:32 am

যারা অনলাইনে খুব সহজে আয় করতে চান, তাদের জন্য সবচে ভাল কাজ হল Read and rate Article, এর মানে হচ্ছে আর্টিকেল পড়ে রেট করা। আমার জানামতে এরকম একটি সাইটই রয়েছে, এই সাইটটিতে আপনি যদি নিয়মিত প্রতিদিন রেট করেন তাহলে আপনি মোটামুটি $ ১ করে আয় করতে পারবেন, এবং $ ৫০ হলে উইদ্র করতে পারবেন। তাহলে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন এবং ৫ সেকেন্ড অপেক্ষা করে একটু দান পাসে এবং একটু উপড়ে skip ad এ ক্লিক করুন। তারপর আপনি সাইটটির হোম পেজ এ চলে জাবেন। তারপর একটু ডানপাশে রেজিস্ট্রেশন ফর্মটি পুরন করুন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে বলবে যে আপনার ইমেইল এড্রেসে একটি কনফার্ম ইমেইল পাঠিয়েছে তারা। আপনার ইমেইল এড্রেস ওপেন করুন তারপর ইনবক্স চেক করে দেখুন যদি ইমেইল না পান তাহলে স্পাম বক্স চেক করে দেখুন দেকবেন যে ইমেইল পেয়ে গেছেন এবার ইমেইলটি ওপেন করুন, ওপেন করার পর নিম্নে দেখুন একটি নীলচে রঙের একটি লিঙ্ক, এবার লিঙ্কটিতে ক্লিক করুন। এখন আপনার account টি একটিভ হয়েছে। তারপর একটু উপড়ে দেখুন interests ট্যাবটিতে ক্লিক করুন, তারপর দেখবেন যে অনেকগুলু সাবজেক্ট এর নাম, এখানে ১৯১ টি সাবজেক্ট এর নাম রয়েছে, এর মধ্যে আপনি ৫০টি সাবজেক্ট এ টিক চিহ্ন দিয়ে সাবমিট করুন। এই ৫০ টি সাবজেক্টর উপর আপনাকে তারা আর্টিকেল দেবে, আপনি ইচ্ছে করলে প্রায়ই ৫০ টি সাবজেক্ট আপডেট করতে পারবেন। এবার এভেইলএবল আর্টিকেলস এ ক্লিক করুন, এখন ওপেন আর্টিকেল এ ক্লিক করুন, তারপর আর্টিকেলটি ওপেন হলে, সবার নিচে দেখুন ৫ টি স্টার চিহ্ন, এই ৫ টি স্টার চিহ্ন মাধ্যমেই আপনি পুরো আর্টিকেলটি রেট করবেন, এই ৫ টি স্টার চিহ্নর ১/২/৩/৪/৫ টির যেকোনো টিতে ক্লিক করবেন তাহলেই আপনার আর্টিকেল রেট করা হয়ে যাবে। তারপর আর্টিকেলটি যেই উইন্ডতে ওপেন হয়েছে, সেটা বন্ধ করে আবার ওপেন আর্টিকেলে ক্লিক করুন, এভাবেই পরবর্তী আর্টিকেল গুলু রেট করুন। এই সাইট টি শুধু মাত্র পেপাল সাপোর্ট করে, যারা ফেইক পেপাল account খুলে টাকা ট্রান্সফার করতে জানেন না (এমনকি আমিও জানি না) তারা এখানে ক্লিক করুন এবং এখানে যেয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন করার সময় পার্সোনাল প্রো চুজ করুন। এখানে রেজিস্ট্রেশন করতে ২০০ টাকা বার্ষিক ফি লাগবে। এই ২০০ টাকা তাদের অফিসে যেয়ে দিয়ে আসতে হবে। এই ধরনের সব তথ্য সাইট টিতে আছে, সাইট টিতে প্রবেশ করলই সব কিছু বুঝতে পারবেন। মোট কথা আপনি এই সাইটটিতে যেয়ে রেজিস্ট্রেশন করলেই সবকিছু বুঝতে পারবেন।
আর শেষ বক্তব্য হচ্ছে আপনারা দয়া করে, আমি যেই সাইট টির ঠিকানা দিলাম, সবার আগে রেজিস্ট্রেশন করার পর, কমেন্টস করবেন, এটাই আপনাদের প্রতি আমার অনুরধ, কারন রেজিস্ট্রেশন করার পর বুঝতে পারবেন সত্যি বলেছি না মিথ্যা বলেছি।
36 sirat June 16, 2011 at 1:20 pm
thank u very much. ami 33 din thake korchi 45 dolar income korecho. akhon kothi theke taka tulte parbo.officer thikana ki dite parben.
37 Anwar June 24, 2011 at 8:38 am
naam ki website ar????????????

38 saiduzzaman June 27, 2011 at 12:56 pm

valo

39 Md Jahangir Alam June 6, 2011 at 9:28 pm

Hello !
I read your tips about online earning . I have a free account in neubux.com .
Their declaration is , it will be added $ 0.01 per click . But in my account is added $0.001 . I don’t know what is the cause . I watched that four option has
exists in place in setting (1) micro exposure (2)mini exposure (3) standard exposure (4) expanded … I think I have a problem in here . Can I get any help from you to change to $0.01 per click .

40 bappy June 9, 2011 at 10:52 am

i am photografer

41 bappy June 9, 2011 at 11:00 am

see you

42 Rafiq Uddin June 14, 2011 at 4:12 pm

how can i start?

43 Md. Juman June 18, 2011 at 2:31 pm

Hi,
I want to know more details……………………………………….

44 Sohrab June 20, 2011 at 3:11 am

give some link

45 mahbub June 20, 2011 at 5:37 pm

I want to do something.But i don’t know how?plz give some suggetion.i like ur airticles

46 SUMON MIAH June 20, 2011 at 6:14 pm

I want do some thing that is related to English language

47 Anwar June 24, 2011 at 8:33 am

তুমি এখান ১০ থেকে ২০ ডলার দৈনিক আয় করতে পারবে- এটা সম্পূর্ণ মিথ্যা কথা! ………….
Vai ai rokom karo naam pale janaben …………..Ami RAB-4 a achi………

48 saiduzzaman June 27, 2011 at 12:47 pm

ami smileyprize name ekti website theke 1 dollar income karesi, site ti te join kare offer theke dowload click kare download frogger tollbar , after 1 day u get 1 dollar ur alertpay account

49 Mir Mohd. Hamad June 29, 2011 at 6:37 pm

Dear friend, i am really highlited going through yours some suggestions about online earn from BanglaDesh! But some times beings dishearted from some body comments like its a fraud only, and losing time only & some clients not paying truthfully etc.
Mir Mohd. Hamad!!

50 al mamun July 7, 2011 at 5:06 pm

hey,bro.how can i train-up about as best blogger and freelancer?Finally how can i properly absorb wordpress blog making,earn money using internet?please help me with good support.

51 ranjit saha July 10, 2011 at 11:29 pm

My name is Ranjit saha. I live in Tangail. I am a student of class honors 1st year. I know many program. Ms-word, Excel, Access, Oracle, Visual Basic, Adobe Photoshop, Illustrator, Internet and Hardware solved etc. I am job in computer shop. I am very speed in Bengla and English type. So am agery to work data entry.
Ranjit saha
Mobile-01738294673

52 Tutorial Maker July 17, 2011 at 7:17 pm

প্রথমেই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানাচ্ছি।আপনার এই পোষ্টটি অনেক সুন্দর ও তথ্যপূর্ণ্য।এ রকম একটি আরটিকেলের জন্য আপনাকে আবারো শুভেচ্ছা।তাছাড়া এই সাইটটিও অনেক সুন্দর হয়েছে।ভিজিটরদের এই পোষ্টি ভালো লাগবে বলে আশা করছি।আরো উন্নত কন্টেন্ট দিয়ে আমাদের জন্য আরো তথ্যপূর্ণ্য আরটিকোল লিখবেন বলে আশা করছি।ধন্যবাদ

53 Jaker July 23, 2011 at 11:24 am

Minute Workers – এ ছোট-ছোট কাজ করার মাধ্যমে আয় করা যায়,নতুন দের জন্য খুব ভাল সাইট
minuteworkers.com/register.php?ref=Jakerd2k
54 sagor paul August 3, 2011 at 11:46 am
dear friend

55 khayrulhasan July 23, 2011 at 10:41 pm

I am very interested to that read your webpage.But as need of finance and money i can’t do those things i know but i am trying to do online earning . If you help me to do so i am sure i can do online earning more then any one else in the list. So i am looking forward to hear from you and please let me know if i am ready to work with you…………
Best Regards
khayrul

56 khayrulhasan July 23, 2011 at 10:49 pm

I am very interested to that read your webpage.At this moment I do nothing.but i want to do something for earning money.please give some suggestion.

57 Fahad Raihan July 25, 2011 at 3:21 am

আমি ক্যাপচা ডাটা এন্ট্রির কাজ দিয়ে থাকি। যাদের টাইপিং স্পিড ভাল ও
প্রতিদিন সর্বনিম্ন ১০০০ টি সঠিক ক্যাপচা দিতে পারবেন তারা কাজটি করতেপারেন। কাজের সময় হলো 10:00pm থেকে 7:00am পর্যন্ত। রাত ১১টার পর থেকে সার্ভার এর গতি খুব ভালো থাকে। ১৫দিন পর পর টাকা প্রদান করা হয়। যারা কাজ করতে চান তারা আমাকে mail/mobile করতে পারেন।
Yahoo Messenger: fahadra10
E-mail: fahadra10@yahoo.com
Mobile: 01612333558

58 bashir August 2, 2011 at 9:52 am

money earn is very difficult

59 zahirul August 3, 2011 at 1:13 pm

Good article for newcomer in freelancing or earner.

60 naila August 3, 2011 at 3:54 pm

Hellow
I am a homemaker,i need a online home job(any good job).
Help me
Next post:

৪টি মন্তব্য:

  1. আমি ছবি তুলে সেটা বিক্রি করতে চাই।যদিও আমি কোনো ফটোগ্রাফার না।তবুও চেষ্টা করব।যদি তাদের পছন্দ হয় তাহলে তারা কিনে নিবে।এখন আমি কিভাবে চাকরিটা নেবো

    উত্তরমুছুন