রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

বাজারে আসছে মাইক্রোসফট-এর নতুন প্রযুক্তি

বাজারে আসছে মাইক্রোসফট-এর নতুন প্রযুক্তি

 
undefined

শ্রীঘ্রই আসছে বহুল আলোচিত অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৮, বিজ্ঞান ও প্রযুক্তি পাতার এই খবরটি শুনে সত্যিই খুব অবাক হলাম৷

 
বিজ্ঞানের যে কত অগ্রগতি হয়েছে তা এরকম খবর শুনলে স্পষ্ট বোঝা যায়৷ মাইক্রোসফট উদ্ভাবিত এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে ডেক্সটপ, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারে৷ এতে রয়েছে ২টি ইন্টারফেস ১টি কম্পিউটার ইন্টারফেস আরো রয়েছে মেট্রো নামের ইন্টারফেস যা ব্যবহার করা যাবে ট্যাবলেট কম্পিউটারে৷ ২০১২ সালের মধ্যে বাজারে আসবে মাইক্রোসফট-এর এই প্রযুক্তি৷ এমন খবর সত্যিই ভাল লাগে৷ জানিয়েছেন খালিদ হাসান, ইয়াং স্টার রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া থেকে৷
বিশ্ব সম্পর্কে যতোটা আমাদের জ্ঞানলাভ ও জানাশোনা হয়েছে, তা কেবল ডয়চে ভেলে নামক অনুপম বন্ধুর কারণেই সম্ভবপর হয়ে উঠেছে৷ তাই ডয়চে ভেলের কাছে আমাদের অশেষ ঋণ৷ আধুনিক বিশ্ব সম্পর্কে এক সঙ্গে এতো বিপুল অথচ আকর্ষণীয় তথ্য ও বর্ণনা আরো অন্য কোন মাধ্যমে আছে বলে বলে আমার জানা নেই৷ ডয়চে ভেলে যেন আমাদের সামনে এক অজানা রহস্যের দ্বার উন্মোচন করে দিয়েছে৷ ডয়চে ভেলের এমন আন্তরিকতা ও নিরলস কর্ম তত্পরতাকে প্রশংসা করার ভাষা খুঁজে পাওয়া সত্যিই দুঃসাধ্য৷
পশ্চিমা বিশ্বে বিক্ষোভ ও গণ আন্দোলনের চুলচেরা বিশ্লেষণ ও বস্তুনিষ্ঠ আলোচনা আমাদের মুগ্ধ করছে৷ এত ভালো কভারেজ আমরা অন্য কোনো বেতার বা ওয়েবসাইট থেকে পাচ্ছি না৷ বিষয়গুলি সঠিকভাবে বিস্তারিত জানতে পারছি৷ এটা ডয়চেভেলের একটা বিরাট সাফল্য৷ খুব ভালো লাগছে ডয়চে ভেলের অনুষ্ঠান এবং ওয়েবসাইট৷ মহ. হাফিজুর রহমান , ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী , বর্ধমান৷
আগামী  ১লা অক্টোবর ক্লাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকভাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের বৈঠকে৷ এতে থাকবে সকাল ১০ টায় ব়্যালি,  প্রায় ৮৫০ জন অংশ নেবেন বলে আশা করছি৷ ব়্যালি  নওগাঁ শহরের ৭ কিলোমিটার রাস্তা পরিভ্রমন করবে৷ ১৮০টি মোটর সাইকেল, ৫০টি ঘোড়ার গাড়ি, ১৫০টি রিক্সা, ৫০ টি ভ্যান গাড়ি ব্যাবহার করা হবে৷ এসময় পুরো শহর উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হবে বলে আশা করছি৷
বিকেল ২ টায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে৷ প্রধান পুরস্কার হিসেবে থাকবে ৭০ টি রেডিও, ২য় পুরস্কার ৩৫ টি হাত ঘড়ি, ৩য় পুরস্কার ১৮টি ক্যালকুলেটর দেওয়া হবে৷
বিকেল ৫ টায় আলোচনা সভা৷ এতে প্রধান অতিথি থাকবেন নওগাঁ শহরের বিশিষ্ট শিল্পপতি জনাব শহিদুল ইসলাম৷ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন৷
সন্ধ্যা ৬টায় ডিএক্স প্রদর্শনী, এতে আপনাদের পাঠানো বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হবে৷ উপস্থিত সবাইকে অনুষ্ঠানসূচি ফটোকপি করে বিতরণ করা হবে৷
রাত ৯ টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ তাই আমাদের জন্য অবশ্যই কিছু ব্যাজ, স্টিকার, পোষ্টার, চাবির রিং, রেডিও সেট, টি শার্ট, পত্রিকা, বই, কলম সহ বিভিন্ন সামগ্রী পাঠাবেন যাতে আমরা তা ডিএক্স প্রদর্শনীতে রাখতে পারি৷
লিখেছেন ফ্রেন্ডস রেডিও ক্লাব, পাটালীর মোর, নওগাঁ থেকে শ্রোতাবন্ধু দেওয়ান রফিকুল ইসলাম রানা৷
আমি  আপনাদের ছবি খুঁজুন, পুরস্কার জিতুন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আপনাদের পাঠানো পুরস্কারটি হাতে পেয়েছি, ধন্যবাদ৷ মো.আশরাফুল হুদা, এক্সিম ব্যাংক লিমিটেড, পুরান বাজার, সিলেট৷
সংকলন: পারভেয
সম্পাদনা: জামিউর রাহমান পারভেয

রবিবার, ৬ নভেম্বর, ২০১১

বাংলাদেশের বর্তমান অর্থনীতি

বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে আইএমএফ মিশন প্রধান ডেভিড কোয়েন বলেছেন, মূল্যস্ফীতিসহ ভেতর ও বাইরের নানামুখী চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। ইতিমধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছে যাওয়া মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন আইএমএফ মিশন প্রধান। প্রবাসী আয় ও রপ্তানি আয়েও নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর মধ্যাহ্ন ভোজসভায় বিষয়ভিত্তিক আলোচনার অংশ হিসেবে এ সভার আয়োজন করে। গতকাল রাজধানীর হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি আফতাব-উল-ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট খালেদ হাসান, নির্বাহী পরিচালক এ গফুর, আইএমএফ আবাসিক প্রতিনিধি ইতারি কেবিনট্রেজ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান।

সভায় বাংলাদেশের সামপ্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ডেভিড কোয়েন বলেন, জিডিপির ১০ শতাংশ হারে কর আদায় বাংলাদেশের অর্থনীতির জন্য মাইলফলক। সরকারি অর্থনৈতিক ব্যাবস্থাপনাসহ নানামুখী সংস্কারের ফলে বেসরকারি খাতের উন্নয়নে সুযোগ তৈরি হয়েছে- যা সমৃদ্ধ অর্থনৈতিক দেশ হবার বাংলাদেশের পথ খুলে দেবে। কোয়েন বলেন, অভ্যন্তরীণ নীতি সহায়তার সুফল হিসেবে গত অর্থবছরে প্রবৃদ্ধি ছিল বেশ ভাল।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ও রপ্তানি আয় বেড়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা প্রলম্বিত হওয়ায় তৈরী পোশাক খাত অতিরিক্ত বাজার সুবিধা পেয়েছে। ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য, জাহাজ নির্মাণ এবং হালকা প্রকৌশল শিল্প নতুন রপ্তানি খাত হিসেবে যোগ হয়েছে। তবে এডিপি ব্যয় লক্ষ্যমাত্রার অনেক নিচে থাকা ছাড়াও বিভিন্ন ধরনের ভর্তুকি বাজেটে চাপ বাড়িয়েছে।

এসময় বিদ্যুৎ ঘাটতিও অনেকটা সহনীয় হয়ে এসেছে। তবে ঢিলেঢালা এবং দুর্বল নীতি বিদ্যমান থাকায় অর্থনীতিতে অস্থিরতা বাড়ছে। এ কারণেই উচ্চহারের মূল্যস্ফীতি এবং মানুষের ক্রয়ক্ষমতা কমছে। একই কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতিতে আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে আইএমএফ মিশন প্রধান বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ক্রমাগত বৃদ্ধি, আমদানির তুলনায় রপ্তানি কম থাকা, রেমিট্যান্স ও বিদেশী অর্থসহায়তা কমে আসায় অর্থনীতিতে চাপ বেড়েছে।

ফলে এক দশকের মধ্যে লেনদেনে ভারসাম্যে একদশকের সর্বোচ্চ হারে ঘাটতি বেড়েছে। মূল্যস্ফীতি বৃদ্ধি নিয়ে উদ্বেগ উল্লেখ করে আইএমএফ মিশন প্রধান বলেন, ইতিমধ্যে খাদ্যপণ্যের দাম দুই অঙ্কের ঘর অতিক্রম করেছে। এর দ্বিতীয় অভিঘাত হিসেবে পণ্যের দামও বেড়েছে। এসব কারণে আগামীতে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংকুলানমূলক মুদ্রানীতির সমালোচনা করে কোয়েন বলেন, এপ্রিলে রেকর্ড বৃদ্ধি সত্ত্বেও ব্যাংকঋণ এখন কমে এসেছে।

ডেভিড কোয়েন বলেন, অবকাঠামো দৈন্য ঘুচাতে পারলে এবং ব্যবসার পরিবেশ উন্নত করতে পারলে বাংলাদেশ দেশী-বিদেশী বিনিয়োগের জন্য চমৎকার দেশ হতে পারে। বাংলাদেশের অঞ্চলভিত্তিক রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে উল্লেখ করে আইএমএফ মিশন প্রধান বলেন, আগামী কয়েক বছরের মধ্যে এশিয়া বিশ্ব অর্থনীতিকে শাসন করবে।

ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ রয়েছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। পুঁজিবাজার নিয়ে এক প্রশ্নে কোয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে পুঁজিবাজারের প্রতি সার্বক্ষণিক নজর রাখছেন তারা। তবে বিষয়টি সরকারের অভ্যন্তরীণ বিষয়। মানবজমিন