বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১১

কুষ্টিয়া সদর উপজেলা সম্পর্কে জানুন

কুষ্টিয়া সদর উপজেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্থানাঙ্ক: 23.9000° N 89.1333° E
কুষ্টিয়া সদর উপজেলা
BD Districts LOC bn.svg
Red pog.svg
কুষ্টিয়া সদর
বিভাগ
 - জেলা
খুলনা বিভাগ
 - কুষ্টিয়া জেলা
স্থানাঙ্ক 23.9000° N 89.1333° E
আয়তন ৩১৬.২৬ km²
সময় স্থান বিএসটি (UTC+6)
জনসংখ্যা (১৯৯১)
 - ঘনত্ব
৩৬৮৭৭৪
 - ১১৬৬/কিমি²
পোস্টকোড ৭০০০
মানচিত্র সংযোগ: কুষ্টিয়া সদরের মানচিত্র
কুষ্টিয়া সদর উপজেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলার অন্তর্গত একটি উপজেলা

সূচিপত্র

[আড়ালে রাখো]

[সম্পাদনা] অবস্থান

স্থানাঙ্কে কুষ্টিয়া সদরের অবস্থান 23.9000° N 89.1333° E। এখানে প্রায় ৬৬,৭৮৭ ঘরবাড়ী রয়েছে এবং এর আয়তন ৩১৬.২৬ কিমি²।

[সম্পাদনা] প্রশাসনিক এলাকা

কুষ্টিয়া সদরে ১৮ টি ইউনিয়ন/ওয়ার্ড, ১৪৪ টি মৌজা/মহল্লা এবং ১৫৭ টি গ্রাম রয়েছে।

[সম্পাদনা] ইতিহাস

[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত

১৯৯১ সালের বাংলাদেশ আদমশুমারীর তথ্যানুযায়ী, কুষ্টিয়া সদরের মোট জনসংখ্যা ৩৬৮৭৭৪। এদের মধ্যে পুরুষ ৫১.৭৭% ও মহিলা ৪৮.২৩%। এই উপজেলা। এই উপজেলাতে আঠারোর্ধ জনসংখ্যা ১৯৪৭৭৮। কুষ্টিয়া সদরের শিক্ষার হার ৩৩.৭% (৭+ বছর বয়সী), যেখানে জাতীয় গড় ৩৪.৪% [১]

[সম্পাদনা] শিক্ষা

[সম্পাদনা] শিক্ষা

চিত্র:Kushtia univ aud.jpg
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মিলনায়তন
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় অবস্থিত।
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেঃ
  • মেডিক্যাল কলেজঃ ১
  • সরকারী কলেজঃ: ৩
  • বেসরকারী কলেজঃ: ৩০
  • সরকারী উচ্চবিদ্যালয়ঃ ৩
  • বেসরকারী উচ্চবিদ্যালয়ঃ ১৭৩
  • বেসরকারী নিম্নবিদ্যালয়ঃ ৩৮
  • সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৩৩০
  • বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ২৭৫
  • কিন্ডারগার্টেনঃ ৩৯
  • মাদ্রাসাঃ ৩৭
  • কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রঃ ২
  • আইন কলেজঃ ১
  • প্রতিবন্ধীদের বিদ্যালয়ঃ ১
  • শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রঃ ২
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান : মিশন প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত ১৮৯৮), কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ (স্থাপিত ১৯৪৭), কুষ্টিয়া ইসলামিয়া কলেজ (স্থাপিত ১৯৬৮), কুষ্টিয়া হাই স্কুল এবং কুষ্টিয়া জিলা স্কুল (স্থাপিত ১৯৬০)।

[সম্পাদনা] অর্থনীতি

[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব

কুষ্টিয়ার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন লেখক মীর মশাররফ হোসেন, বাউল সম্রাট লালন শাহ, বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার প্রমূখ।

[সম্পাদনা] বিবিধ

  1. Population Census Wing, BBS.। archived from the original on 2005-03-27। সংগৃহীত হয়েছে: November 10 2006

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] বহিঃসংযোগ


1 টি মন্তব্য: