রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

বাজারে আসছে মাইক্রোসফট-এর নতুন প্রযুক্তি

বাজারে আসছে মাইক্রোসফট-এর নতুন প্রযুক্তি

 
undefined

শ্রীঘ্রই আসছে বহুল আলোচিত অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৮, বিজ্ঞান ও প্রযুক্তি পাতার এই খবরটি শুনে সত্যিই খুব অবাক হলাম৷

 
বিজ্ঞানের যে কত অগ্রগতি হয়েছে তা এরকম খবর শুনলে স্পষ্ট বোঝা যায়৷ মাইক্রোসফট উদ্ভাবিত এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে ডেক্সটপ, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারে৷ এতে রয়েছে ২টি ইন্টারফেস ১টি কম্পিউটার ইন্টারফেস আরো রয়েছে মেট্রো নামের ইন্টারফেস যা ব্যবহার করা যাবে ট্যাবলেট কম্পিউটারে৷ ২০১২ সালের মধ্যে বাজারে আসবে মাইক্রোসফট-এর এই প্রযুক্তি৷ এমন খবর সত্যিই ভাল লাগে৷ জানিয়েছেন খালিদ হাসান, ইয়াং স্টার রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া থেকে৷
বিশ্ব সম্পর্কে যতোটা আমাদের জ্ঞানলাভ ও জানাশোনা হয়েছে, তা কেবল ডয়চে ভেলে নামক অনুপম বন্ধুর কারণেই সম্ভবপর হয়ে উঠেছে৷ তাই ডয়চে ভেলের কাছে আমাদের অশেষ ঋণ৷ আধুনিক বিশ্ব সম্পর্কে এক সঙ্গে এতো বিপুল অথচ আকর্ষণীয় তথ্য ও বর্ণনা আরো অন্য কোন মাধ্যমে আছে বলে বলে আমার জানা নেই৷ ডয়চে ভেলে যেন আমাদের সামনে এক অজানা রহস্যের দ্বার উন্মোচন করে দিয়েছে৷ ডয়চে ভেলের এমন আন্তরিকতা ও নিরলস কর্ম তত্পরতাকে প্রশংসা করার ভাষা খুঁজে পাওয়া সত্যিই দুঃসাধ্য৷
পশ্চিমা বিশ্বে বিক্ষোভ ও গণ আন্দোলনের চুলচেরা বিশ্লেষণ ও বস্তুনিষ্ঠ আলোচনা আমাদের মুগ্ধ করছে৷ এত ভালো কভারেজ আমরা অন্য কোনো বেতার বা ওয়েবসাইট থেকে পাচ্ছি না৷ বিষয়গুলি সঠিকভাবে বিস্তারিত জানতে পারছি৷ এটা ডয়চেভেলের একটা বিরাট সাফল্য৷ খুব ভালো লাগছে ডয়চে ভেলের অনুষ্ঠান এবং ওয়েবসাইট৷ মহ. হাফিজুর রহমান , ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী , বর্ধমান৷
আগামী  ১লা অক্টোবর ক্লাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকভাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের বৈঠকে৷ এতে থাকবে সকাল ১০ টায় ব়্যালি,  প্রায় ৮৫০ জন অংশ নেবেন বলে আশা করছি৷ ব়্যালি  নওগাঁ শহরের ৭ কিলোমিটার রাস্তা পরিভ্রমন করবে৷ ১৮০টি মোটর সাইকেল, ৫০টি ঘোড়ার গাড়ি, ১৫০টি রিক্সা, ৫০ টি ভ্যান গাড়ি ব্যাবহার করা হবে৷ এসময় পুরো শহর উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হবে বলে আশা করছি৷
বিকেল ২ টায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে৷ প্রধান পুরস্কার হিসেবে থাকবে ৭০ টি রেডিও, ২য় পুরস্কার ৩৫ টি হাত ঘড়ি, ৩য় পুরস্কার ১৮টি ক্যালকুলেটর দেওয়া হবে৷
বিকেল ৫ টায় আলোচনা সভা৷ এতে প্রধান অতিথি থাকবেন নওগাঁ শহরের বিশিষ্ট শিল্পপতি জনাব শহিদুল ইসলাম৷ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন৷
সন্ধ্যা ৬টায় ডিএক্স প্রদর্শনী, এতে আপনাদের পাঠানো বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হবে৷ উপস্থিত সবাইকে অনুষ্ঠানসূচি ফটোকপি করে বিতরণ করা হবে৷
রাত ৯ টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ তাই আমাদের জন্য অবশ্যই কিছু ব্যাজ, স্টিকার, পোষ্টার, চাবির রিং, রেডিও সেট, টি শার্ট, পত্রিকা, বই, কলম সহ বিভিন্ন সামগ্রী পাঠাবেন যাতে আমরা তা ডিএক্স প্রদর্শনীতে রাখতে পারি৷
লিখেছেন ফ্রেন্ডস রেডিও ক্লাব, পাটালীর মোর, নওগাঁ থেকে শ্রোতাবন্ধু দেওয়ান রফিকুল ইসলাম রানা৷
আমি  আপনাদের ছবি খুঁজুন, পুরস্কার জিতুন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আপনাদের পাঠানো পুরস্কারটি হাতে পেয়েছি, ধন্যবাদ৷ মো.আশরাফুল হুদা, এক্সিম ব্যাংক লিমিটেড, পুরান বাজার, সিলেট৷
সংকলন: পারভেয
সম্পাদনা: জামিউর রাহমান পারভেয

রবিবার, ৬ নভেম্বর, ২০১১

বাংলাদেশের বর্তমান অর্থনীতি

বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে আইএমএফ মিশন প্রধান ডেভিড কোয়েন বলেছেন, মূল্যস্ফীতিসহ ভেতর ও বাইরের নানামুখী চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। ইতিমধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছে যাওয়া মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন আইএমএফ মিশন প্রধান। প্রবাসী আয় ও রপ্তানি আয়েও নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর মধ্যাহ্ন ভোজসভায় বিষয়ভিত্তিক আলোচনার অংশ হিসেবে এ সভার আয়োজন করে। গতকাল রাজধানীর হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি আফতাব-উল-ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট খালেদ হাসান, নির্বাহী পরিচালক এ গফুর, আইএমএফ আবাসিক প্রতিনিধি ইতারি কেবিনট্রেজ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান।

সভায় বাংলাদেশের সামপ্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ডেভিড কোয়েন বলেন, জিডিপির ১০ শতাংশ হারে কর আদায় বাংলাদেশের অর্থনীতির জন্য মাইলফলক। সরকারি অর্থনৈতিক ব্যাবস্থাপনাসহ নানামুখী সংস্কারের ফলে বেসরকারি খাতের উন্নয়নে সুযোগ তৈরি হয়েছে- যা সমৃদ্ধ অর্থনৈতিক দেশ হবার বাংলাদেশের পথ খুলে দেবে। কোয়েন বলেন, অভ্যন্তরীণ নীতি সহায়তার সুফল হিসেবে গত অর্থবছরে প্রবৃদ্ধি ছিল বেশ ভাল।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ও রপ্তানি আয় বেড়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা প্রলম্বিত হওয়ায় তৈরী পোশাক খাত অতিরিক্ত বাজার সুবিধা পেয়েছে। ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য, জাহাজ নির্মাণ এবং হালকা প্রকৌশল শিল্প নতুন রপ্তানি খাত হিসেবে যোগ হয়েছে। তবে এডিপি ব্যয় লক্ষ্যমাত্রার অনেক নিচে থাকা ছাড়াও বিভিন্ন ধরনের ভর্তুকি বাজেটে চাপ বাড়িয়েছে।

এসময় বিদ্যুৎ ঘাটতিও অনেকটা সহনীয় হয়ে এসেছে। তবে ঢিলেঢালা এবং দুর্বল নীতি বিদ্যমান থাকায় অর্থনীতিতে অস্থিরতা বাড়ছে। এ কারণেই উচ্চহারের মূল্যস্ফীতি এবং মানুষের ক্রয়ক্ষমতা কমছে। একই কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতিতে আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে আইএমএফ মিশন প্রধান বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ক্রমাগত বৃদ্ধি, আমদানির তুলনায় রপ্তানি কম থাকা, রেমিট্যান্স ও বিদেশী অর্থসহায়তা কমে আসায় অর্থনীতিতে চাপ বেড়েছে।

ফলে এক দশকের মধ্যে লেনদেনে ভারসাম্যে একদশকের সর্বোচ্চ হারে ঘাটতি বেড়েছে। মূল্যস্ফীতি বৃদ্ধি নিয়ে উদ্বেগ উল্লেখ করে আইএমএফ মিশন প্রধান বলেন, ইতিমধ্যে খাদ্যপণ্যের দাম দুই অঙ্কের ঘর অতিক্রম করেছে। এর দ্বিতীয় অভিঘাত হিসেবে পণ্যের দামও বেড়েছে। এসব কারণে আগামীতে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংকুলানমূলক মুদ্রানীতির সমালোচনা করে কোয়েন বলেন, এপ্রিলে রেকর্ড বৃদ্ধি সত্ত্বেও ব্যাংকঋণ এখন কমে এসেছে।

ডেভিড কোয়েন বলেন, অবকাঠামো দৈন্য ঘুচাতে পারলে এবং ব্যবসার পরিবেশ উন্নত করতে পারলে বাংলাদেশ দেশী-বিদেশী বিনিয়োগের জন্য চমৎকার দেশ হতে পারে। বাংলাদেশের অঞ্চলভিত্তিক রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে উল্লেখ করে আইএমএফ মিশন প্রধান বলেন, আগামী কয়েক বছরের মধ্যে এশিয়া বিশ্ব অর্থনীতিকে শাসন করবে।

ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ রয়েছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। পুঁজিবাজার নিয়ে এক প্রশ্নে কোয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে পুঁজিবাজারের প্রতি সার্বক্ষণিক নজর রাখছেন তারা। তবে বিষয়টি সরকারের অভ্যন্তরীণ বিষয়। মানবজমিন

রবিবার, ৭ আগস্ট, ২০১১

ওয়েব এ আয় শিখুন part 6

গত পর্বে ছিল “কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন” আজকের পর্বে থাকছে “কিভাবে জব এ্যাপ্লাই করবেন এবং এ্যাপ্লাই এর দরখাস্তে কি লিখবেন”। আসুন দেখে নেই কিভাবে এগুলো করা যায়।
প্রথমে ওডেস্কে লগিন করুন
odesk-6_1
তারপর Find Contractors & Jobs মেনুর আন্ডারে Find Jobs এ যান
odesk-6_2
আপনার যে বিভাগ পছন্দ সেই বিভাগে ক্লিক করুন, আমি এখানে Web Development বিভাগ নিয়ে দেখাবো
odesk-6_3
এখানে Web Development বিভাগ এর সব জব গুলো দেখাবে।
এই জব সেকশনে অনেক অপশন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি
odesk-6_5
এই অপশনে আপনি নতুন জব ,পুরান জব , ভালো ফিডব্যাকের বায়ারের জব , কম ফিডব্যাকের বায়ারের জব ইত্যাদি দেখতে পারবেন
odesk-6_6
এই অপশনে আপনার পছন্দের কিওয়ার্ড দিয়ে জব খুজতে পারবেন, যেমন আমি খুজতেছি ওয়ার্ডপ্রেস এর জব।
odesk-6_7
এই অপশনে আপনি দুই ধরনের জব দেখতে পারেন। একটা ফিক্সেড আরেকটা আওয়ারলি।
odesk-6_8
এই অপশনে রেট অনুযায়ী জব খুজতে পারবেন
odesk-6_9
এখানে দুটি জবের পার্থ্ক্য দেখুন, একটিতে বায়ারের ফিডব্যাক ভালো এবং পেমেন্ট মেথড ভেরিফাইড অন্যটিতে বায়ারের ফিডব্যাক নেই এবং পেমেন্ট মেথড ভেরিফাইড না। এক্ষেত্রে আপনি পেমেন্ট মেথড ভেরিফাইড বায়ার জব সিলেক্ট করবেন। জব সিলেক্ট করার সময় স্কিল দেখে নিবেন। যে জবটি ভালো লাগবে সেই জবের লিংকে মাউসের ডান বাটন ক্লিক করে নিই ট্যাবে যান। আমি এখানে ফিক্সেড জবের নিয়ম দেখাবো।
odesk-6_10
এবার জবের ডিটেইলস এখানে দেখাবে
odesk-6_11
এখান থেকে বায়ারের ফিডব্যাক দেখে নিন
odesk-6_12
এখান থেকে জবের স্কিল এবং কে কত বিড করেছে তা দেখে নিন, সব শেষে জবটি পছন্দ হলে Apply to this job এ ক্লিক করুন
odesk-6_13
এখানে আপনি বিড রেট দিন
odesk-6_14
এখানে Estimated Duration এ 100$ এর মধ্যে কাজ হলে Less than one week দিন আর তার বেশী হলে সময় বেশী নিন। [বি:দ্র: কাজটি আওয়ারলি হলে Estimated Duration চাইবে না ]
odesk-6_15
এখানে আপনার দরখাস্ত বা কভার লেটার লিখুন
odesk-6_16
এখানে Agree to Terms এ টিক দিয়ে Apply to this job এ ক্লিক করুন
odesk-6_17
এখানে আবার টিক দিয়ে Continue to Apply এ ক্লিক করুন।
কিভাবে কভার লেটার লিখতে হয় এনিয়ে আবার একটা পোষ্ট দিবো এবং কয়েকটা কভার লেটার স্যাম্পল দেবো।

ওয়েব এ আয় part 6

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়াল ধারাবাহিক পর্যায়গুলোর প্রায় মাঝ পথে চলে এসেছি। আপনাদের কাজের কি রকম অগুগতি হলো জানাবেন। গত পর্বটি ছিল প্রোভাইলকে শক্তিশালী বা ইউনিক করার জন্য “কিভাবে ওডেস্ক রেডিনেস টেষ্ট দিবেন”। আজকের পর্বে থাকছে “কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন”।
ওডেস্কে পেমেন্ট অপশন কয়েক ধরনের, পেপাল, মানিবুকার্স, পেওনার কার্ড। এগুলো যোগ করর জন্য প্রথমে আপনার ওডেস্ক এ্যাকাউন্টে লগিন করুন।
odeskpart5_1
Payment মেনু থেকে Payment Method এ যান।
odeskpart5_2
মানিবুকার্স যোগ: আপনার যদি আগেই যে মেইল দিয়ে ওডেস্ক এ্যাকাউন্ট খুলেছেন সেই মেইল দিয়ে মানিবুকার্স এ্যাকাউন্ট করে থাকেন তাহলে Already registered with Moneybookers? Click here এ ক্লিক করুন
odeskpart5_3
সেই মেইলটি সিলেক্ট করে দিন , তারপর Enable Moneybookers এ ক্লিক করুন
আর যদি আগেই মানিবুকার্স এ্যাকাউন্ট করা না থাকে তাহলে Sign Up Now! এ ক্লিক করুন।
কিভাবে মানিবুকার্স এ্যাকাউন্ট করতে হয় তা জাকারিয়া ভাই সুন্দর করে বর্ণনা করেছেন , তাই আমি নতুন করে লিখলাম না। পোষ্টটি এখান থেকে দেথুন
Payoneer Debit Card এ্যাকাউন্ট করার জন্য Sign Up Now! এ ক্লিক করুন। এইটার নিয়ম এখান থেকে দেখতে পারেন

ওয়েব এ কাজ শিখুন part 4

কেমন আছেন আপনারা। আশা করি ভালোই আছেন। কাজে অত্যধিক ব্যস্ত থাকায় ধারাবাহিক পোষ্ট দিতে বিঘ্ন ঘটছিল। আজ অনেক ধৈর্য্য ধরে লিখতে বসলাম। গত পর্বে লিখেছিলাম “কিভাবে আপনার প্রোফাইলকে শক্তিশালী বা ইউনিক করবেন” আজ তারই ধারাবাহিকতায় লিখবো প্রোভাইলকে শক্তিশালী বা ইউনিক করার জন্য “কিভাবে ওডেস্ক রেডিনেস টেষ্ট দিবেন”। প্রথমে আপনার ওডেস্ক এ্যাকাউন্টে লগিন করুন , এখানে সাধারনত রেডিনেস টেষ্ট হিসাবে দুটি টেষ্ট দিতে হয়। দুটি টেষ্ট উত্তরই প্রায় একই। প্রথম প্রশ্নটির লিংক
প্রথম প্রশ্নটির লিংকে যান
odeskpart2_1
Start Test এ ক্লিক করুন
odeskpart2_2
Continue এ ক্লিক করুন
odeskpart2_3
Click here to start your test এ ক্লিক করুন
odeskpart2_4
Continue এ ক্লিক করুন
odeskpart2_5
শুরু হয়ে গেল ১১টি প্রশ্নের ৬০ মিনিটের পরীক্ষা। সঠিক উত্তরে টিক দিয়ে বাটনে ক্লিক করুন। এভাবে সব গুলো প্রশ্নের উত্তর দিন। [বি:দ্র: এই প্রশ্নের উত্তর গুলো গত পর্বে দেওয়া হয়েছিল সেখান থেকে দেখে নিন]
odeskpart2_6
উত্তরগুলো যথাযথ ভাবে দেয়ার পর পাশ স্কোর ৫ এ ৫ দেখাবে এবং দুইটি অপশন থাকবে এখানে একটি হলো Continue without providing feedback (এটিতে ক্লিক করলে এই টেষ্টের ফলাফল আপনার প্রোপাইলে এ্যাড হবে না , টেষ্টে ফেল করলে এটিতে ক্লিক করবেন)
আরেকটি অপশন Continue and provide feedback on this test (এটিতে ক্লিক করলে এই টেষ্টের ফলাফল আপনার প্রোপাইলে এ্যাড হবে)
নীচে কমেন্টস করার অপশন থাকবে , কমেন্ট না দিয়ে Submit এ ক্লিক করুন।
একইভাবে দ্বিতীয় পরীক্ষাটি দিন। দ্বিতীয় প্রশ্নটির লিংক
ঠিক এইভাবে আপনি অনান্য টেষ্ট গুলোও দিতে পারবেন , যেমন: ওয়ার্ডপ্রেস , মাইক্রোসফট অফিস , প্রোগ্রামিং ইত্যাদি।
আজ এ পর্যন্তই আগামী পর্বে থাকছে “কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন”















মন্তব্য দিন 

আমি btcl এর ইন্টারনেট সংযোগ চাই

আমি btcl এর ইন্টারনেট সংযোগ নিতে চাই । আমাকে কেউ কি সাহায্য করতে পারবেন । BTCL এর সুবিধা কেমন ।মাসিক চার্জ কেমন ।স্পীড কেমন । সংযোগ নিতে কেমন খরস ইত্যাদি ।

শুক্রবার, ৫ আগস্ট, ২০১১

মহাবিশ্বর গুপ্ত পদার্থ

 কিছুক্ষণের জন্য কল্পনা করুন, কোন এক রাতে এলোমেলো স্বপ্ন থেকে হঠাৎ জেগে উঠলেন। পরিপার্শ্বের ঘোর অন্ধকারের সাথে তাল মিলাতে চোখ কচলে নিলেন, তারপর বোধদয় হল। আর নিজেকে আবিষ্কার করলেন ঘন কালো অন্ধকারে আবৃত বিস্তীর্ণ এক গুহার মধ্যে। বিস্মিত হয়ে নিজেকেই প্রশ্ন করলেন: আমি কোথায়? এই স্থানটি কি? এর মাত্রাগুলোই বা কেমন?
অন্ধকারে হাতড়ে হাতড়ে সেখানে স্তুপ করে রাখা অনেকগুলো ম্যাচের বাক্স খুঁজে পেলেন। একটি ম্যাচ ধরালেন, কিন্তু জ্বলে উঠার সাথে সাথেই তা মিইয়ে গেল। প্রতিটি কাঠিই ধরানোর অল্প সময়ের মধ্যে নিভে যেতে লাগলো। কিন্তু, তখনই বুঝতে পারলেন, কাঠিটি যে অল্প সময় জ্বলে থাকে ততক্ষণে পরিপার্শ্বের কিছুটা আপনি দেখে নিতে পারেন। পরের ম্যাচটি জ্বেলে উল্টোদিকে একটি দেয়াল দেখতে পেলেন। আরেকটি ম্যাচ জ্বেলে দেখতে পেলেন অদ্ভুত ছায়া যা সেখানে বৃহদাকার কোন বস্তুর উপস্থিতির সাক্ষ্য বহন করে। পরের ম্যাচ জ্বেলে বুঝতে পারলেন আপনি স্থির নন, হয় আপনি চলমান আছেন নয়তো আপনার সাপেক্ষে কক্ষটি চলমান। এভাবে প্রতিটি ক্ষণস্থায়ী অগ্নিশিখায় একটু একটু করে আপনার জানার পরিধি বাড়তে লাগলো।
স্থূল অর্থে, এই পরিস্থিতি পৃথিবীতে আমাদের ধাঁধাময় অবস্থাকেই নির্দেশ করে। বহু শতাব্দী ধরে যা করছিলাম, এখনও আমরা তা করে যাচ্ছি, আমাদের গ্রহীয় প্লাটফর্মে দাড়িয়ে রাতের আকাশে সজাগ দৃষ্টি মেলে বুঝতে চেষ্টা করছি, গুহাসম এই মহাবিশ্বে আমাদের অবস্থান কোথায়। ক্ষণকালের স্ফূলিঙ্গে দেখতে পাচ্ছি, মহাকাশে সুবৃহৎ কিছু পদার্থ রয়েছে। এবং এই পদার্থগুলোর গতি ও আপাত ছায়া বলে দিচ্ছে, আমাদের দৃষ্টির আড়ালে রয়ে গেছে আরও অনেক বেশী কিছু।
মহাবিশ্বের দূরতম প্রান্ত থেকে আসা প্রতিটি ফোটন থেকে আমরা তথ্য সংগ্রহের জোড় প্রচেষ্টা চালাই। স্বর্গ থেকে যে আলো পৃথিবীতে আসে তার অধ্যয়নকেই বলা হয় জ্যোতির্বিজ্ঞান। ভূমিস্থিত ও মহাকাশে ঘূর্ণায়মান দুরবিন থেকে সর্বোচ্চ পরিমাণ আলো সংগ্রহই কেবল আমাদের কাজ নয়, বরং এই আলোর মাধ্যমে মহাবিশ্বে দৃশ্যমান পদার্থনিচয়ের তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে গুপ্ত পদার্থগুলো সম্বন্ধে ধারণা লাভই আমাদের মুখ্য উদ্দেশ্য। অদৃশ্য বলতে বুঝাচ্ছি, যা দৃশ্যমান নয় কিন্তু আমাদের জানা তথ্যমতে তার উপস্থিতি অবশ্যম্ভাবী।
মহাবিশ্বের প্রসারণ ও ছায়াপথ সংশ্লিষ্ট ৫০ বছরের উপাত্ত একসাথে নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে, মহাবিশ্বের শতকরা অন্তত ৯০ ভাগ পদার্থ বা কণাই আমাদের ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। অন্য কথায়, মহাবিশ্বের অধিকাংশ পদার্থই বিকিরণ করে না- তড়িচ্চুম্বকীয় বর্ণালিতে ধারণক্ষম কোন কিরণও তারা প্রদান করে না। প্রায় ৬০ বছর পূর্বে জ্যোতির্বিজ্ঞানী ফ্রিৎস ৎসুইকি সর্বপ্রথম এ ধরণের পদার্থর কথা বলেছিলেন। এরা ছায়াপথ স্তবকের কেন্দ্রে অবস্থিত বলে তিনি অনুমান করেছিলেন। এগুলোকে তিনি তথাকথিত নিরুদ্দিষ্ট পদার্থ হিসেবে আখ্যায়িত করেছিলেন। এই নিরুদ্দিষ্ট ভরকে এখন আমরা “গুপ্ত পদার্থ” (Dark Matter) বলি, কারণ ভর নয় বরং আলোই এখানে নিরুদ্দিষ্ট।
জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিদরা এই গুপ্ত পদার্থের অনেক ধরণের ব্যাখ্যা দিয়েছেন। একপক্ষ বলেন, এরা সাধারণ পদার্থের মতোই; যেমন- অতি ক্ষীণ তারা, ছোট বা বড় কৃষ্ণ বিবর, শীতল গ্যাস বা মহাবিশ্বে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ধূলিরাশি, যারা এতো ক্ষীণ বিকিরণ নিঃসরণ বা প্রতিফলন করে যে আমাদের যন্ত্রে ধরা পড়েনা। এমনকি এরা একটি নির্দিষ্ট ধরণের গুপ্ত পদার্থও হতে পারে যাদেরকে “ম্যাচো” (MACHO – MAssive Compact Halo Objects) বলা হয়। ছায়াপথ বা ছায়াপথ স্তবক ঘিরে থাকা বর্ণবলয়ে এই ম্যাচোগুলো অদৃশ্যভাবে ওত পেতে থাকে। অন্য বিজ্ঞানীরা বলেন, গুপ্ত পদার্থ এমন ধরণের বহিরাগত বা অপরিচিত পদার্থ ও কণা যা পর্যবেক্ষণ করার মত প্রযুক্তি আমরা এখনও উদ্ভাবন করতে পারিনি। পদার্থবিজ্ঞানীরা এ সম্বন্ধে অনেক তত্ত্বকথা বললেও পরীক্ষণের মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণ করা যায়নি। তৃতীয় আরেকটি সম্ভাবনা হল, অভিকর্ষ সম্বন্ধে আমাদের জ্ঞান অনেকটাই ভুল পথে এগোচ্ছে এবং এর বড় রকমের পরিবর্তন আবশ্যক। অবশ্য অধিকাংশ পদার্থবিজ্ঞানীই এ ধরণের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন।
একদিক থেকে চিন্তা করলে, গুপ্ত পদার্থর ধর্ম সম্বন্ধে আমাদের অজ্ঞতা বিশ্বতত্ত্বের অন্যান্য অসাধারণ কিছু বিষয়ের সাথে জট পাকিয়ে গেছে যা ছাড়ানোও কষ্টসাধ্য। যেমন- মহাবিশ্ব কতোটা ভর ধারণ করে, ছায়াপথগুলো কিভাবে গঠিত হয়েছিল এবং মহাবিশ্ব অনন্তকাল ধরে প্রসারিত হতে থাকবে কি-না। মহাবিশ্বের আকার, আকৃতি ও চূড়ান্ত পরিণতি বোঝার জন্য গুপ্ত পদার্থ এতোটাই গুরুত্বপূর্ণ যে, আগামী কয়েক দশক ধরে এটিই জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণার মুখ্য বিষয় হয়ে থাকবে।
অদৃশ্যকে পর্যবেক্ষণ
যা দেখা যায়না তা বুঝতে পারা বেশ কষ্টকর হলেও অসম্ভব নয়। আশ্চর্যজনক হলেও সত্যি, জ্যোতির্বিজ্ঞানীরা আজকাল পর্যবেক্ষণযোগ্য পদার্থর উপর গুপ্ত পদার্থর প্রভাব নিয়ে গবেষণার মাধ্যমে গুপ্ত পদার্থ অধ্যয়ন চালিয়ে যাচ্ছেন। উদাহরণস্বরূপ, নিকটবর্তী একটি তারাকে যখন সুনির্দিষ্ট তাত্ত্বিক কারণে কম্পিত হতে দেখি, তখন হিসাব কষে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে, একটি “গুপ্ত গ্রহ” তাকে প্রদক্ষিণ করছে। কুণ্ডলাকার ছায়াপথের ক্ষেত্রে আমরা একই পদ্ধতিতে গুপ্ত পদার্থের উপস্থিতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকি। কারণ এই গুপ্ত পদার্থের কারণেই ছায়াপথের তারাগুলো অমোচনীয় গতিতে নিজ নিজ পথে গতিশীল থাকে।
কুণ্ডলাকার ছায়াপথকে কেন্দ্র করে ঘূর্ণায়মান তারা ও গ্যাসীয় মেঘের কক্ষপথ পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই, তাদের গতি স্বাভাবিকের তুলনায় বেশী। এই অপ্রত্যাশিত উচ্চ বেগই বুঝিয়ে দেয়, ছায়াপথের দৃশ্যমান পদার্থগুলোর চেয়ে অনেক বেশী কিছু থেকে সৃষ্ট মহাকর্ষীয় টান সেখানে উপস্থিত রয়েছে। গতির বিস্তারিত পরিমাপের মাধ্যমে আমরা সিদ্ধান্তে এসেছি, বিপুল পরিমাণ গুপ্ত পদার্থ কর্তৃক প্রয়োগকৃত মহাকর্ষ বলই তারা ও গ্যাসীয় মেঘগুলিকে উচ্চ গতির কক্ষপথে ধরে রাখছে। আমরা প্রতিপাদন করেছি যে, গুপ্ত পদার্থ ছায়াপথ জুড়ে ছড়িয়ে আছে। এই পদার্থর উপস্থিতি ছায়াপথের দৃশ্যমান প্রান্ত থেকে শুরু করে আলোকজ্জ্বল ছায়াপথীয় চাকতির উপর নিচ পুরোটা জুড়েই রয়েছে। স্থুল অনুমিতির সাহায্যে বলা যায়, আমাদের আকাশগঙ্গার মত আদর্শ কুণ্ডলাকার ছায়াপথ অপেক্ষাকৃত সমতল দেদীপ্যমান চাকতি হিসেবে গুপ্ত পদার্থর একটি গোলকীয় বর্ণবলয়ে দৃঢ়ভাবে গেঁথে আছে- অনেকটা অতি মাত্রায় বিক্ষিপ্ত মেঘের মত।
ছায়াপথের মধ্যস্থিত প্রত্যেকটি তারার ছায়াপথীয় কেন্দ্রকে ঘিরে এতো দ্রুত গতিতে আবর্তন করতে হলে, ছায়াপথের মহাকর্ষ সৃষ্টিকারী যে পরিমাণ ভর থাকা প্রয়োজন তার মাত্র দশ ভাগের এক ভাগের হদিস পাওয়া যায়। একটি নির্দিষ্ট ছায়াপথের দিকে লক্ষ্য করে জ্যোতির্বিজ্ঞানীরা এটি বুঝতে পেরেছেন। সেই ছায়াপথের প্রায় ৫০,০০০ আলোবর্ষের মত ব্যাসার্ধ্যের মধ্যে তাই বিপুল পরিমাণ পদার্থ আমাদের অগোচরে রয়ে গেছে।
ছায়াপথের একটি স্তবকে গুপ্ত পদার্থের পরিমাণ ও বণ্টন আবিষ্কার করতে গিয়ে এক্স-রশ্মি জ্যোতির্বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, স্তবকের মধ্যস্থিত ছায়াপথগুলো ১০০ মিলিয়ন ডিগ্রি তাপমাত্রার বিক্ষিপ্ত গ্যাসের মধ্যে নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে। এই উচ্চ তাপমাত্রার গ্যাসের শক্তি অনেক বেশী হলেও তাদেরকে চিহ্নিত করা বেশ কষ্টকর। আলোকীয় জ্যোতির্বিজ্ঞানীরা যেমন একটি নির্দিষ্ট ছায়াপথের তারাসমূহের বেগ ব্যবহার করেন তেমনই এক্স-রশ্মি পর্যবেক্ষকরা এই রশ্মি নিঃসরণকারী গ্যাসের তাপমাত্রা এবং প্রাচুর্যকে ব্যবহার করতে শিখেছেন। উভয় ক্ষেত্রেই প্রাপ্ত উপাত্তসমূহ দৃষ্টির আড়ালে থাকা পদার্থর প্রকৃতি ও অবস্থান বিষয়ক তথ্য সরবরাহ করে।
ছায়াপথের একটি স্তবকে এক্স-রশ্মি নিঃসরণকারী অঞ্চলের পরিমাণ এবং গ্যাসের তাপমাত্রা পরিমাপ করার মাধ্যমে আমরা স্তবকের ব্যাসার্ধ্যের মধ্যে উপস্থিত মহাকর্ষক ভরের মোট পরিমাণ অনুমান করতে পারি। স্তবকের ব্যাসার্ধ্য প্রায় ১০০ মিলিয়ন আলোক বর্ষের মতো হয়ে থাকে। আদর্শ প্রেক্ষাপট বিবেচনা করলে, স্তবকের মধ্যস্থিত দেদীপ্যমান পদার্থ এবং এক্স-রশ্মি নিঃসরণকারী উত্তপ্ত গ্যাসের মোট পরিমাণ একসাথে করলেও তা স্তবকের মোট মহাকর্ষক ভরের শতকরা মাত্র ২০ থেকে ৩০ ভাগ হয়। অবশিষ্টাংশ তথা গুপ্ত পদার্থ নামে পরিচিত অংশ তখনও বর্তমান যন্ত্রপাতির পক্ষে চিহ্নিত করা সম্ভব হয়ে উঠেনা।
অদৃশ্য পদার্থ চিহ্নিত করার সূক্ষ্ণতর পদ্ধতি বর্তমানে উদ্ভাবিত হয়েছে। একটি মজার পদ্ধতি হচ্ছে ছায়াপথ স্তবকের চারদিকে বলয় বা আর্ক চিহ্নিত করা যাদেরকে “আইনস্টাইন বলয়” বলা হয়। মহাকর্ষীয় লেন্সিং নামক ক্রিয়ার কারণে এই বলয়ের সৃষ্টি হয়। একটি সুবৃহৎ পদার্থর মহাকর্ষ যখন এর কাছ দিয়ে যাওয়া আলোকে বাঁকিয়ে দেয় তখনই মহাকর্ষীয় লেন্সিং ক্রিয়ার সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ ধরি, একটি ছায়াপথ স্তবক আরও দূরের অন্য একটি ছায়াপথকে আমাদের থেকে আড়াল করে দিয়েছে। এখন স্তবকটির মহাকর্ষ দূরের ছায়াপথটি থেকে আসা আলোকে বাঁকিয়ে দেবে এবং সংশ্লিষ্ট জ্যামিতির উপর ভিত্তি করে সৃষ্টি হবে বলয় বা আর্ক। মজার বিষয় হচ্ছে, অপেক্ষাকৃত কাছের স্তবক আলো বাঁকিয়ে আমাদের পক্ষে ছায়াপথ চিহ্নিত করা সহজ করে দিচ্ছে, কাজ করছে প্রাকৃতিক দুরবিন হিসেবে। সে না বাঁকালে কে জানে কোথায় যেতো সে আলো। কোনদিন হয়তো এই প্রাকৃতিক দুরবিন ব্যবহার করে আমরা মহাবিশ্বের দূরতম পদার্থর সন্ধান পেতে সক্ষম হবো।
কম্পিউটার মডেলের মাধ্যমে মাঝখানের হস্তক্ষেপকারী ছায়াপথ স্তবকের ভর নির্ণয় করা সম্ভব। আলোর পর্যবেক্ষণকৃত জ্যামিতিক বিক্ষেপণ ঘটার জন্য এই স্তবকে ঠিক কি পরিমাণ গুপ্ত পদার্থ থাকতে হবে তাও বের করা সম্ভব। দেখা গেছে প্রাপ্ত ফলাফল দিতে হলে স্তবকে যে পরিমাণ থাকা প্রয়োজন তা নেই। অর্থাৎ অধিকাংশ ভরই অদৃশ্য রয়ে গেছে।
এমনকি আমাদের ছায়াপথের গুপ্ত পদার্থগুলোও মহাকর্ষীয় লেন্সিংয়ের মাধ্যমে আলোর গতিপথ বাঁকাতে পারে। গ্রহণের মাধ্যমে সামনের একটি পদার্থ যখন পেছনের কোন তারাকে আড়াল করে দেয় তখন, পেছনের তারা থেকে সামনের দিকে আসা আলো স্বাভাবিক পথ থেকে বিক্ষিপ্ত হয়ে সরু বলয়ের সৃষ্টি করে। এই বলয়ের ঔজ্জ্বল্য পেছনের তারার স্বাভাবিক ঔজ্জ্বল্য থেকে অনেক বেশী হয়। এর ফলে তারার ঔজ্জ্বল্য প্রথমে কমে এবং পরে আবার বাড়ে। এই হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করে সামনের গুপ্ত পদার্থর ভর নির্ণয় করা যায়।
কোথায় আছে গুপ্ত পদার্থ?
আমাদের আকাশগঙ্গা ছায়াপথের বর্ণবলয়ে অবস্থিত “মাচো” (MACHO) নামক অদৃশ্য পদার্থের কারণে সৃষ্ট লেন্সিং ঘটনা পর্যবেক্ষণ করার জন্য অনেকগুলো গবেষক দল কাজ করছেন। মোটেই সহজ কাজ নয় এটি। প্রয়োজন ম্যাজেলানীয় মেঘ এবং অ্যান্ড্রোমিডা ছায়াপথের লক্ষ লক্ষ তারা পর্যবেক্ষণ। গবেষণা সফল হলে আমাদের ছায়াপথের বর্ণবলয়ে বর্তমান গুপ্ত পদার্থর পরিমাণ নির্ণয় করা যাবে।
উপবৃত্তাকার এবং কুণ্ডলাকার ছায়াপথগুলো বিপুল পরিমাণ গুপ্ত পদার্থর মাঝে অবস্থান করে বলে জোড়ালো প্রমাণ পাওয়া গেছে। জ্যোতির্বিজ্ঞানীরা এখন তাই, এই গুপ্ত পদার্থর অবস্থান, পরিমাণ এবং বন্টন নিয়ে সবিশেষ চিন্তিত।
এই প্রশ্নগুলোর উত্তর দেয়ার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা অপেক্ষাকৃত নিকটবর্তী ছায়াপথগুলোর পর্যবেক্ষণ ফলগুলো তুলনা করেন এবং একটি সারমর্মে আসার চেষ্টা করেন। উদাহরণস্বরূপ, দক্ষিণ মহাগোলার্ধে দৃশ্যমান ম্যাজেলানীয় মেঘের (দুটি স্যাটেলাইট ছায়াপথ) গতি পর্যবেক্ষণ করে জানা গেছে, তারা আকাশগঙ্গার বর্ণবলয়ের মধ্যে আবর্তন করে এবং এই বর্ণবলয় ম্যাজেলানীয় মেঘ ছাড়িয়ে আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। সে হিসেবে এই বলয়টি প্রায় ৩০০,০০০ আলোকবর্ষ দূরত্ব জুড়ে অবস্থান করে। এমনকি আমাদের ছায়াপথের সবচেয়ে দূরবর্তী বিচ্ছিন্ন পদার্থগুলো দেখে মনে হয়, এই বর্ণবলয় আরও দ্বিগুণ দূরত্বে বিস্তৃত থাকতে পারে। তথা, প্রায় ৬০০,০০০ আলোকবর্ষ দূরত্ব জুড়েও এর অবস্থান চিহ্নিত হতে পারে।
আমাদের সবচেয়ে নিকটবর্তী কুণ্ডলাকার ছায়াপথ অ্যান্ড্রোমিডার দূরত্ব আমাদের থেকে মাত্র ২০০,০০০ আলোকবর্ষ। তাই বিজ্ঞানীরা ধারণা করছেন, আমাদের ছায়াপথের বর্ণবলয় অ্যান্ড্রোমিডা এবং এর বর্ণবলয়ের মধ্যেও কিছু স্থান অধিকার করে আছে। বিস্ময়ভরে বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেছেন, সুবিশাল ছায়াপথ স্তবকগুলোও তদপেক্ষা বিশাল গুপ্ত পদার্থবলয়ের মধ্যে গেঁথে আছে। সর্বোচ্চ যে দূরত্বের ছায়াপথগুলোর ভর নির্ণয় করা গেছে তাদের ক্ষেত্রে উপর্যুপরি পর্যবেক্ষণ চালিয়ে দেখা গেছে, আলোকজ্জ্বল বামন পদার্থনিচয়ের তুলনায় গুপ্ত পদার্থর পরিমাণ কমপক্ষে ১০ গুণ। এটা বেড়ে ১০০ গুণ পর্যন্তও হতে পারে।
সর্বোপরী আমরা বিশ্বাস করি, গুপ্ত পদার্থর সাথে উজ্জ্বল পদার্থর হালকা হলেও একটা সম্পর্ক রয়েছে। কারণ এই দুই ধরণের পদার্থ কখনও কখনও একত্রে আবির্ভূত হয়। এটা অবশ্য পক্ষপাতিত্বমূলক পর্যবেক্ষণের কারণেও মনে হতে পারে। কারণ, উজ্জ্বল পদার্থর মাধ্যমেই সচরাচর গুপ্ত পদার্থর সন্ধান পাওয়া যায়।
কয়েক দশক ধরে খুব সতর্কভাবে ছায়াপথ পর্যবেক্ষণের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, প্রতিটি ছায়াপথই সক্রিয়ভাবে বিবর্তিত হচ্ছে। প্রতিবেশের অন্যান্য ছায়াপথের সাথে পারষ্পরিক মহাকর্ষীয় টানের কারণে এই বিবর্তন ঘটছে। কিন্তু ছায়াপথের মধ্যকার একক তারাগুলোর মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসের তুলনায় অনেক বেশী। এ কারণে তারাগুলো মহাকর্ষের মাধ্যমে একে অপরকে খুব কমই প্রভাবিত করে। যেমন, সূর্য এবং এর সবচেয়ে নিকটবর্তী তারা প্রক্সিমা সেন্টরি এর মধ্যবর্তী দূরত্ব এতো বেশী যে, এর মধ্যে প্রায় ৩০০ কোটি সূর্যকে একের পর এক বসানো যাবে। কিন্তু ছায়াপথগুলোর মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসের তুলনায় এতো বেশী নয়। একটি ছায়াপথের ব্যাসের কয়েক গুণের মধ্যে অন্য কোন না কোন ছায়াপথ থাকে। এ কারণেই ছায়াপথগুলো একে অপরকে মহাকর্ষীয়ভাবে প্রভাবিত করে। গুপ্ত পদার্থ যোগ করলে মিথস্ক্রিয়াজনিত এই প্রভাব আরও বেড়ে যায়।
ছায়াপথের বর্ধন, সঙ্কোচন, রূপান্তর এবং ধ্বংস পর্যবেক্ষণ করে যা বোঝা গেছে তা হল, গুপ্ত পদার্থ ধর্তব্যের মধ্যে না আনলে এই প্রক্রিয়াগুলো ঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। আমাদের নিজেদের ছায়াপথীয় প্রতিবেশেও এ ধরণের মিথস্ক্রিয়া চলছে। আমাদের দ্বিতীয় নিকটতম প্রতিবেশী ছায়াপথ ম্যাজেলানীয় মেঘ প্রতি বিলিয়ন বছরে একবার করে আমাদের ছায়াপথের তলকে অতিক্রম করে। যাওয়ার পথে তারা জোয়ার-ভাটাজনিত জনিত লেজ চিহ্ন হিসেবে রেখে যায়, এই লেজের মধ্যে তারাও থাকতে পারে। প্রতিবার অতিক্রমের পরই তারা শক্তি হারায় এবং ভিতের দিকে কুণ্ডলিত হতে থাকে। আগামী ১০ বিলিয়ন বছরের মধ্যে এই ছায়াপথ খণ্ড খণ্ড হয়ে আকাশগঙ্গার (মিল্কি ওয়ে) সাথে মিলে যাবে।
সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের আরও নিকটে অবস্থিত একটি ছায়াপথ খুঁজে পেয়েছেন যার নাম “ধনু রাশির বামন” (Sagittarius Dwarf)। এটি আকাশগঙ্গার দূরবর্তী পার্শ্বে বহিঃস্থ প্রান্তের কাছাকাছি অবস্থিত। পৃথিবী থেকে দেখলে এই ছায়াপথটিকে ধনু রাশির মধ্যে দেখা যায়, এ কারণেই এমন নামকরণ করা হয়েছে। আমাদের ছায়াপথের মহাকর্ষ বল এই বামন ছায়াপথকে ছিন্নভিন্ন করে দিচ্ছে এবং কয়েকটি আবর্তনের পরই এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এমনও হতে পারে, এ ধরণের অনেকগুলো বামন ছায়াপথের সম্মিলনের মাধ্যমেই আমাদের ছায়াপথ বর্তমান অবস্থায় উপনীত হয়েছে।
অনুরূপভাবে, এম৩১ এবং আকাশগঙ্গার একে অন্যের দিকে সেকেন্ডে ১৩০ কিলোমিটার (৮১ মাইল) বেগে ধাবিত হচ্ছে। আমাদের সৌভাগ্য বলতে হবে, আর কয়েক দশকের মধ্যেই এই দুটি ছায়াপথ হয় একে অপরের উপর ধ্বসে পড়বে নয়তো পাশ কাটিয়ে চলে যাবে। সুতরাং এই মোহনীয় ঘটনা পর্যবেক্ষণের সৌভাগ্য আমাদের হতেও পারে। খুশী হওয়ার কারণ অবশ্য নেই, কারণ এম৩১ এর আকার অপেক্ষাকৃত বড় হওয়ায় আকাশগঙ্গা তার মধ্যে বিলীন হয়ে যাবে। কম্পিউটার সিম্যুলেশনের মাধ্যমে দেখা গেছে, আগামী ৪ বিলিয়ন বছরের মধ্যে এই দুটি ছায়াপথ জোড় একসাথে মিলে একটি উপগোলাকার ছায়াপথে পরিণত হবে। এর অনেক আগেই অবশ্য আমাদের সূর্য নিভে যাবে। সুতরাং মহাবিশ্বের অন্য কোন প্রান্তের বুদ্ধিমান প্রাণীরা হয়তো সে প্রায়োটেকনিক ঘটনার সাক্ষ্য হতে পারবে, আমরা না।
অনেকগুলো কারণে, অন্যান্য বড় আকৃতির ছায়াপথের মত আমাদের ছায়াপথটিও প্রতিবেশীদের সাথে বেশ অভদ্র আচরণ করে। এটি প্রতিবেশের অনেক জ্যোতিষ্কই গিলে ফেলে এবং তা দিয়ে নিজের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় গাঠনিক একক নির্মাণ করে। আমাদের পৃথিবীর মহাদেশগুলো যেমন একটু একটু করে সরে যায় কেমনই বিবর্তিত হয়ে আমাদের ছায়াপথ। অনেকগুলো ছায়াপথের এ ধরণের ঘূর্ণন, কুণ্ডলী পাকিয়ে যাওয়া, পাক খেয়ে উঠার জন্য প্রয়োজনীয় গতি এবং প্রত্যেকের গঠন অধ্যয়ন করে জ্যোতির্বিদরা নির্ণয় করতে পারেন, এই গতিময়তা বজায় রাখার জন্য কতটা মহাকর্ষ বলের প্রয়োজন। একই সাথে অনুমান করতে পারেন, কতটা অদৃশ্য তথা গুপ্ত পদার্থ থাকলে এই মহাকর্ষ বলের উদ্ভব হতে পারে।
মহাবিশ্বে কি পরিমাণ গুপ্ত পদার্থ রয়েছে? মহাবিশ্বের ভবিষ্যৎ পরিণতি একটি মাত্র অজানা রাশির উপর নির্ভর করছে। সেটি হল মহাবিশ্বের মোট ভর। মহাবিশ্বের ঘনত্ব যদি বেশী হয় তাহলে মহাকর্ষ ক্রিয়ার প্রভাবে এক সময় এর প্রসারণ বন্ধ হয়ে যাবে এবং এটি সংকুচিত হতে শুরু করবে যাকে মহা সংকোচন বলে। মহাবিশ্বের এই অবস্থাকে বলে “বদ্ধ মহাবিশ্ব”। সংকোচনের পর আবার প্রসারণ শুরু হতে পারে। কিন্তু মহাবিশ্বের ঘনত্ব যদি কম হয়, তাহলে এটি আজীবন প্রসারিত হতে থাকবে। এ ধরণের মহাবিশ্বকে বলে “উন্মুক্ত মহাবিশ্ব”।
এ পর্যন্ত যতদূর পর্যবেক্ষণ করা গেছে তা উন্মুক্ত মহাবিশ্বকে নির্দেশ করে। অর্থাৎ এটি আজীবন প্রসারিত হতে থাকবে। সকল দৃশ্যমান পদার্থ এবং পর্যবেক্ষণের মাধ্যমে অনুমানকৃত গুপ্ত পদার্থের পরিমাণ একসাথে যোগ করলে মোট যে ভর পাওয়া যায় তা মহাবিশ্বের প্রসারণ বন্ধ করার জন্য নেহাতই কম। প্রসারণ বন্ধ করতে হলে যে ঘনত্বের প্রয়োজন এই ঘনত্বের মান তার শতকরা মাত্র ২০ ভাগ।
আমি এখানে সংকোচন-প্রসারণের গল্প শেষ করে দিতে পারতাম যদি না বিশ্বতত্ত্ববিদরা উন্মুক্ত এবং বদ্ধ ছাড়া মহাবিশ্বের আরও এক ধরণের মডেল উত্থাপন করতেন। এই মডেল মোতাবেক মহাবিশ্বের একটি ক্রান্তি ঘনত্ব রয়েছে যা উচ্চ এবং নিম্নের মাঝামাঝি। এটি ভারসাম্যপূর্ণ মহাবিশ্বের ধারণা দেয় যার ঘনত্ব একেবারে সঠিক। বর্তমানে মোট পদার্থের যে পরিমাণ নির্ণয় করা হয়েছে তা প্রসারণ বন্ধ করার উপযোগী নয়। তারপরও নতুন এই মডেল প্রস্তার করে, কোন একদিন এমন কিছু অজানা শক্তি বা পদার্থের সন্ধান পাওয়া যেতে পারে যারা প্রসারণ বন্ধে সক্ষম। একজন পর্যবেক্ষক হিসেবে আমি মানতে বাধ্য যে, একসময় এই বিশাল শক্তির সন্ধান পাওয়া যেতে পারে। তাই বলে, এই পরিস্থিতিতে আমি এমন কোন মহাজাগতিক মডেলকে মেনে নিতে পারি না যার জন্য প্রয়োজনীয় পর্যবেক্ষণ এখনও করা সম্ভব হয় নি।
আরেকটি জটিলতা রয়েছে যা এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই। সেটা হচ্ছে সম্পূর্ণ গুপ্ত কোন ব্যবস্থার অস্তিত্ব থাকতে পারে- এমন ব্যবস্থা যেখানে কেবলই গুপ্ত পদার্থ থাকবে। দৃশ্যমান পদার্থের সাধ্য নেই সেই ব্যবস্থাকে ভেদ করার। বর্তমানে আমরা জানি না আদৌ কোন অদৃশ্য পদার্থ ব্যবস্থার অস্তিত্ব আছে কি-না। পর্যবেক্ষণের ভিত্তিতে এর সম্ভাবনা উড়িয়েও দেয়া যায় না, আবার মেনেও নেয়া যায় না।
কি এই গুপ্ত পদার্থ?
গুপ্ত পদার্থ যেমনই হোক না কেন, একটা বিষয় নিশ্চিত যে মহাবিশ্বে এই পদার্থ বিপুল পরিমাণে রয়েছে। প্রতি গ্রাম দৃশ্যমান পদার্থের বিপরীতে হয়তো দশ গ্রাম বা তার চেয়েও বেশী গুপ্ত পদার্থ আছে। জ্যোতির্বৈজ্ঞানের বিচারে এখনও বোঝা যায় নি, কি দিয়ে এই পদার্থ গঠিত। কেউ এমনও বলতে পারেন, আমরা গুপ্ত পদার্থ পর্যবেক্ষণের একেবারে প্রাথমিক পর্যায়ে আছি। গুপ্ত পদার্থের গাঠনিক উপাদানের দাবী করতে পারে এমন বেশ কিছু অদৃশ্য ভর রয়েছে। এদের মধ্যে কিছু একেবারে সাধারণ, কিছু কিছু আবার বেশ উদ্ভট।
আরেকটি বিষয় হল, বিচ্ছিন্নভাবে কাজ করার কোন অবকাশ এখানে নেই। পদার্থের উৎপত্তির প্রচলিত কাঠামোতেই আমাদের কাজ করতে হবে। মহা বিস্ফোরণের পর মৌলিক পদার্থের উৎপত্তি বিষয়ে কেন্দ্রিন সংশ্লেষ (Nucleosynthesis) নামে যে প্রক্রিয়া রয়েছে তাই হতে পারে কাঠামো। মহাবিশ্বে সাধারণ পদার্থের কি পরিমাণ বেরিয়ন-কণা থাকতে পারে তার একটি সীমা নির্ধারণ করে দেয় এই প্রক্রিয়া। আদি মহাবিশ্বের প্রমিত মডেল থেকে এই সীমার মান পাওয়া যায়। এই মডেলের একটি উন্মুক্ত রাশি আছে- বেরিয়ন এবং ফোটনের পরিমাণের অনুপাত।
মহাজাগতিক অণুতরঙ্গ পটভূমি বিকিরণের তাপমাত্রা থেকে ফোটনের মোট সংখ্যা জানা গেছে। এখন, বেরিয়নের সংখ্যা নির্ণয়ের জন্য আমাদেরকে অবশ্যই তারা এবং ছায়াপথগুলো পর্যবেক্ষণ করতে হবে। হালকা কেন্দ্রিনের (Nuclei) মহাজাগতিক প্রাচুর্য বিষয়ে জানার জন্যই এই পর্যবেক্ষণ। কারণ হালকা কেন্দ্রিন একমাত্র উপাদান যা মহা বিস্ফোরণের পরপরই গঠিত হয়েছিল।
কেন্দ্রিন সংশ্লেষের সীমা অতিক্রম না করেই আমরা একটি স্বল্প ঘনত্ববিশিষ্ট উন্মুক্ত মহাবিশ্বের গ্রহণযোগ্য মডেল তৈরী করতে পারি। এই মডেলে আমরা বেরিয়ন এবং অদ্ভুত পদার্থের (নন-বেরিয়নিক কণা) পরিমাণ প্রায় সমান হিসেবে ধরতে পারি। কিন্তু এগুলো মিলিয়েও বদ্ধ মহাবিশ্বের জন্য প্রয়োজনীয় ভরের শতকরা মাত্র ২০ ভাগের সন্ধান পাওয়া যায়। মহাবিশ্বের এই মডেল আমাদের প্রকৃত সবগুলো পর্যবেক্ষণের সাথেই মিলে যায়। অপরদিকে এই মডেলে সামান্য পরিবর্তন এনে যদি উন্মুক্ত মহাবিশ্বের মডেল করে দেয়া হয় তাহলেও তা পর্যবেক্ষণগুলোর পক্ষেই যায়। উন্মুক্ত মডেলের ক্ষেত্রে সকল পদার্থই বেরিয়নিক। দুর্ভাগ্যবশত, উন্মুক্ত মহাবিশ্বের এই বিকল্প মডেলে বেরিয়নের পরিমাণ এতো বেশী যে তা কেন্দ্রিন সংশ্লেষের সীমাকে অতিক্রম করে। সেহেতু, নিম্ন ঘনত্ববিশিষ্ট বদ্ধ মহাবিশ্বের মডেলে বেশ রহস্যজনক কিছু ধর্ম রয়েছে: মহাবিশ্বের অধিকাংশ বেরিয়নই অদৃশ্য থাকবে এবং তাদের প্রকৃতি সম্বন্ধে জানা যাবে না। আর অধিকাংশ মডেলেই মহাবিশ্বের পদার্থগুলো প্রকৃতি অদ্ভূত এবং অজানা।
অদ্ভুত কণা
তাত্ত্বিক বিজ্ঞানীরা গুপ্ত পদার্থের গাঠনিক উপাদান হিসেবে অনেকগুলো বস্তুকেই নির্দেশ করেছেন। অবশ্য এই বিচিত্র বস্তুর মধ্যে অনেকগুলোই পর্যবেক্ষণের অতীত। বেরিয়নিক গুপ্ত পদার্থের গাঠনিক উপাদান হিসেবে ডে সমস্ত বস্তুর উদাহরণ টানা হয়েছে তার মধ্যে কয়েকটি হচ্ছে: কৃষ্ণ বিবর (বড় এবং ছোট), ধূসর বামন (এতোটা শীতল ও মৃয়মান তারা যারা যথেষ্ট আলো বিকিরণ করতে পারে না), সূর্যের সমান আকৃতির ম্যাচো (MACHO), শীতল গ্যাস, গুপ্ত ছায়াপথ এবং গুপ্ত স্তবক।
এতো গেল বেরিয়নিক গুপ্ত পদার্থের কথা। নন-বেরিয়নিক গুপ্ত পদার্থের গাঠনিক উপাদানগুলো এখনও তাত্ত্বিক জ্যোতির্বিজ্ঞানীদের কল্পনার জগতেই রয়ে গেছে। এ ধরণের অনেকগুলো কণার মধ্যে কয়েকটি হল: ফোটিনো, নিউট্রিনো, গ্র্যাভিটন, অ্যাক্সিয়ন এবং চৌম্বক একমেরু। এগুলোর মধ্যে সনাক্তকারীরা কেবল নিউট্রিনো চিহ্নিত করতে পেরেছেন। নিউট্রিনোর আদৌ কোন ভর আছে কি-না সে বিষয়ে তারা নিশ্চিত নন। অন্যান্য অদ্ভূত কণা চিহ্নিত করার জন্য সনাক্তকরণ প্রক্রিয়া চলছে। আসলেই যদি তাদের অস্তিত্ব থাকে এবং তাদের ভর যদি আশানুরূপ সীমার মধ্যে পড়ে তাহলে সেগুলোই হতে পারে গুপ্ত পদার্থের গাঠনিক উপাদান। অবশ্য আশাগুলো একটু বেশী হয়ে যাচ্ছে।
ব্যাপক অর্থে চিন্তা করলে, ছায়াপথ এবং স্তবকের বিবর্তন সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আগে গুপ্ত পদার্থের ধর্ম সম্বন্ধে জানতে হবে। এই ধর্মগুলো না জানলে, ছায়অপথগুলো বিবর্তিত হয়ে কিভাবে বর্তমান অবস্থায় এসেছে তা ব্যাখ্যা করা সম্ভব না।আদি মহাবিশ্ব বিষয়ে আমাদের জ্ঞান যেহেতু প্রতিনিয়তই বাগছে, সেহেতু আশা করা যায় অচিরেই ছায়াপথের গঠন এবং গুপ্ত পদার্থ বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারব।
আমাদের চোখ বা সনাক্তকারী যন্ত্রের মাধ্যমে যা পর্যবেক্ষণ করা সম্ভব না কম্পিউটার গ্রাফিক্সের সহায়তায় সে সম্বন্ধে উপলব্ধি করা সম্ভব। গুপ্ত পদার্থ সন্ধানের ক্ষেত্রে বর্তমানে কম্পিউটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, জ্যোতির্বিজ্ঞানীরা এতোদিন মূলত পর্যবেক্ষণের উপর নির্ভর করতেন। বর্তমানে পরীক্ষণমূলক বিজ্ঞানের উপর সেই গুরুত্বটি দেয়া হচ্ছে। বর্তমানের জ্যোতির্বৈজ্ঞানিক পরীক্ষণগুলো গবেষণাগারের টেবিল বা দূরবীক্ষণ যন্ত্রের লেন্সে কাজ করে না, কাজ করে কম্পিউটার টার্মিনালে। বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মহাজাগতিক সিম্যুলেশন তৈরী করেন। এই সিম্যুলেশনে হাজার হাজার বিন্দুর মাধ্যমে তারা, গ্যাস এবং গুপ্ত পদার্থকে নির্দেশ করা হয়। তারপর একটি ছায়াপথের সমগ্র জীবনের ব্যাপ্তীতে এই বিন্দুগুলোর মিথস্ক্রিয়া ঘটানো হয়। বিশ্বত্ত্ববিদরা সিম্যুলেশনে গুপ্ত পদার্থের পরিমাণ পরিবর্তন করে দেখতে পারেন, বিচ্ছিন্ন ভার্চুয়াল ছায়াপথের উপর তার কি প্রভাব পড়ে। বিচ্ছিন্ন ছায়াপথের বদলে সিম্যুলেশনের মাধ্যশে অনেক ছায়াপথের ভীড়ও তৈরী করা যায়।
এ হিসেবে কম্পিউটার মডেল ছায়াপথের ব্যবহার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে। উদাহরণস্বরূপ, দুইটি ছায়াপথ যখন খুব কাছ দিয়ে অতিক্রম করে তখন দুই ধরণের ঘটনা ঘটতে পারে। এক হয়তো তারা তীব্র সংঘর্ষের মাধ্যমে একে অপরের উপর ধ্বসে পড়তে পারে অথবা সামান্য স্পর্শ করে চলে যেতে পারে। উভয় ক্ষেত্রেই মাঝেমাঝে জোয়ার-ভাটাজনিত দীর্ঘ লেজের সৃষ্টি হয়। বর্তমান মডেলগুলোর মাধ্যমে জানা গেছে, ছায়াপথের বর্ণবলয়ে দৃশ্যমান পদার্থের তুলনায় গুপ্ত পদার্থের পরিমাণ ৩ থেকে ১০ গুণ বেশী হলেই কেবল এ ধরণের লেজ তৈরী হওয়া সম্ভব। বর্ণবলয় যত ভারী হয় লেজ ততই খাটো এবং মোটা হয়। কম্পিউটার মডেলের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে এবং এটি বেশ কিছু ক্ষেত্রে জ্যোতির্বেজ্ঞানীদেরকে সহায়তা করেছে। এর মাধ্যমে ছায়াপথকে এরকম দেখা যাওয়ার কারণ ব্যাখ্যা করা যায় এবং যে গুপ্ত পদার্থ দেখা যায় না সে সম্বন্ধেও এ থেকে ভবিষ্যৎবাণী করতে পারেন তারা। বিশ্বতত্ত্বের ইতিহাসে এই প্রথমবারের মত কম্পিউটার সিম্যুলেশন পর্যবেক্ষণকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে।

চিন্তা করার নিত্য নতুন পদ্ধতির পাশাপাশি নতুন নতুন যন্ত্র ও প্রযুক্তিগুলো স্বর্গ সম্বন্ধে আমাদের অন্তর্দৃষ্টি বাড়িয়ে চলেছে। আজ থেকে মাত্র ৪০০ বছর আগে গ্যালিলিও একটি কার্ডবোর্ড টিউবের এক পাশে রেখেছিলেন একটি লেন্স, আর অন্য পাশে একটি বড় মস্তিষ্ক স্থাপন করে রহস্যময় স্বর্গের ভুবনে বিচরণ করেছিলেন। এর মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন, আকাশজুড়ে আকাশগঙ্গা নামে পরিচিত যে মৃয়মান আলোর ডোরা দেখা যায় তা আসলে কোটি কোটি একক তারা ও তারা স্তবক দিয়ে গঠিত। তৎক্ষণাৎ, মানুষ বুঝতে পারলো ছায়াপথ কাকে বলে। এম তো হতেই পারে যে, আগামী শতাব্দীতে আরেকটি বৃহৎ মস্তিষ্ক (যার এখনও জন্ম হয়নি), লেন্সের চেয়ে অনেকগুণ চটপটে ও কর্মক্ষম যন্ত্রের এক পাশে তার চোখ স্থাপন করবে এবং অবশ্যই গুপ্ত পদার্থ কি, এই প্রশ্নের উত্তর বের করে নিয়ে আসবে।

কিভাবে ওয়েব এ আয় করবেন part 3

গত দুই পর্বের টিউটোরিয়াল এ দেখিয়েছি ফ্রীলান্সারে একাউন্ট করা, প্রোফাইল সাজানো এবং বিড করার নিয়ম। ফ্রীলান্সার নিয়ে এখানেই শেষ নয় আরো পথ বাকী আছে। এই প্লাটফর্ম এর জন্য নিজেকে সম্পূর্ণরুপে তৈরী করতে হলে অনেক বিষয় সম্পর্কে জানতে হবে। তার-ই ধারাবাহিকতায় আজ আলোচনা করবো ফ্রীলান্সার এর মেন্যু নিয়ে।
তবে একটি কথা, এখানে থেকে সব মেন্যু-ই যে আপনার কাজে লাগবে এমনটা নয়। আমি শুধু যেগুলো প্রতিনিয়তই কাজে লাগে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবার আসি বিস্তারিত আলোচনায় …
১. Post Project: এই মেন্যু থেকে আপনি আপনার চাহিদা বা প্রয়োজন অনুযায়ী প্রোজেক্ট পোস্ট করাতে পাবরেন। প্রত্যেক প্রজেক্ট এর জন্য ফ্রীলান্সার $5 করে চার্জ কাটবে। চার্জটি অবশ্য রি-ফাউন্ডঅ্যাবল (ফেরতযোগ্য)। প্রোজেক্ট এর নাম, ধরন, বিবরন, বাজেট, সময় এবং ফিচার নিবার্চন করে তারপর প্রোজেক্ট প্রিভিউ দেখুন এবং সর্বশেষে ফিনিশ করুন। ব্যাস, আপনার প্রজেক্ট কয়েক সেকেন্ডের মধ্যে ফ্রীলান্সার এ পাবলিশ হবে।
1
২. Browse Jobs: এই মেন্যুর আওতায় ৪টি সাব-মেন্যু পাবেন।
2ক. Latest Projects: একদম নতুন প্রকাশিত হল, এ ধরনের প্রোজেক্ট গুলো এই পেজে প্রদর্শন করে।
খ. Latest Featured: প্রোজেক্ট পোষ্ট করার সময় Optional Features- এ ৪ ধরনের Features দেয়া থাকে। আপনার প্রোজেক্টটি যদি Latest Features এর আওতায় আনতে ইচ্ছুক হন তবে এই Featured অপশনটি নির্বাচন করে দিতে হবে। তবে, এর জন্য ফিচার ভেদে আলাদা ফি ফ্রীলান্সার কেটে নিবে। :)
গ. Latest Full Time: নাম-টি দেখেই বুঝা যাচ্ছে যে প্রোজেক্ট গুলো সব ফুল টাইম এর। আমরা যেমন অফিসিয়াল সময় ধরি, সকাল ৯.০০ থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত। ঠিক এমনটাই এখানেও। তবে, যে সে এই প্রোজেক্ট এর কাজ পাবেন না এটা ১০০% ঠিক। আপনার অভিজ্ঞতা, কাজ করার মানুসিকতা সব কিছু বায়ার পরীক্ষা করবে তারপর যদি আপনি তাদের প্রয়োজন মিটাতে পারেন তাহলে কাজ দিবে। মাসে $৭৫০-$১০০০ দিবে। :D
ঘ. Ending Soon: নাম-টি দেখেই বুঝা যাচ্ছে যে প্রোজেক্ট গুলোর বিডিং সময় শেষের দিকে সেগুলো এখানে প্রদর্শন করবে।
৩. Make Money:
3ক. Bid On Projects: এই মেন্যু-এর আওতায় আপনি সব প্রোজেক্টগুলো ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারবেন। আপনার প্রোফাইল এর যোগ্যতা মোতাবেক বিড করতে পারবেন।
খ. Affiliate Program: এই মেন্যু-এর আওতায় আপনি এফিলিয়েট প্রোগ্রামের লিঙ্ক পাবেন। যেটাকে আমার রেফারেল প্রোগ্রাম নামে জানি। এখানে টেক্ট লিঙ্ক এ্যাড, ব্যানার এ্যাড, আরএসএস ফিড ইত্যাদি আপনার ব্লগ বা ওয়েব সাইটে ব্যবহার করে রেফারেল থেকে আয় করতে পরবেন। ;)
গ. Affiliate API: কাজের ক্ষেত্রে তেমন দরকার নাই।
ঘ. Freemarket Widgets: কাজের ক্ষেত্রে তেমন দরকার নাই।
৪. API: এই পুরো মেন্যুটাই কাজের ক্ষেত্রে তেমন দরকার নাই। তাই এটি নিয়ে বিস্তারিত আলোচনায় গেলাম না।
4৫. Help: এই মেন্যু থেকে আপনি ফ্রীলান্সার-এ সকল প্রকার সাহায্য ও জিজ্ঞাসা চাইতে পারেন।
5৬. Dashboard: এখানে আপনি আপনার সাম্প্রতিক কাজের রিপোর্ট দেখতে পারবেন। যেমন: নোটিশ, নিউজ ফিড, আপনার কোন প্রোজেক্ট এ কেউ বিড করলে, বা কোন বায়ার আপনাকে পেমেন্ট করলে এবং আপনি যদি কোন প্রোজেক্ট জয় লাভ করেন তবে সেটি ড্যাশবোর্ড-এর সর্ব উপরে প্রদর্শন করবে। বিস্তারিত জানতে My Projects, My Messages পেজগুলোতে ভিজিট করুন।
6৭. My Profile: আপনার ফ্রীলান্সার এর প্রোফাইল সমন্ধীয় সকল তথ্য এই মেন্যুর আওতায় পাবেন।
7ক. My Profile Details: এখানে থেকে আপনি আপনার প্রোফাইলের তথ্য এ ছবি(যদি দেয়া থাকে) পরিবর্তন করতে পারবেন।
খ. My Email/Password: এখানে থেকে আপনি আপনার প্রোফাইলের ইমেইল ও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
গ. My Qualifications: আপনি যখন ফ্রীলান্সারে প্রোফাইল তৈরী করেছিলেন ঠিক সেই সময় যা যা কোয়ালিফিকেশন দিয়েছিলেন, প্রয়োজন হলে এখানে থেকে কিছু পবিবর্তন করতে পারবেন। তবে লক্ষণীয়, একটি কোয়ালিফিকেশন সংযুক্ত(চেক) করতে হলে আরেকটি কোয়ালিফিকেশন ডিলিট(আনচেক) করতে হবে।
ঘ. My Credentials: এখানে আপনি আপনার পড়াশুনা, সনদ (সার্টিফিকেট), পুরস্কার, ব্যবসায়িক লাইসেন্স ইত্যাদি সংযুক্ত করতে পারেন। এতে করে আপনার প্রোফাইল আরো শক্তিশালী এবং তথ্যপূর্ণ হবে।
ঙ. View External Profile: এই লিংক-এ গিয়ে আপনি আপনার ফ্রীলান্সারের প্রোফাইল বিস্তারিত দেখতে পারবেন।
চ. My Setting: এখানে থেকে আপনি বিভিন্ন সেটিংস পরিবর্তন করতে পারবেন।
ছ. Upgrade to Gold: এই সাবমেন্যু থেকে আপনি ফ্রীলান্সারে গোল্ড মেম্বার হিসাবে অন্তর্ভূক্ত হতে পারবেন। তবে হ্যা, ফি বাবদ প্রতি মাসে $24.95 চার্জ দিতে হবে। ;) অন্যথায় স্বয়ংক্রীয় ভাবে বাতিল হবে। :(
৮. Payments: পেমেন্ট সংক্রান্ত সকল তথ্য এখানে।
8ক. Deposit Funds: এই মেন্যু থেকে আপনি পেপাল, মানিবুকার্স ক্রেডিট কার্ড, মানিবুকার্স, ওয়্যার ট্রান্সফার এবং ওয়েব মানি একাউন্ট থেকে সরাসরি আপনার ফ্রীলান্সার একাউন্ট-এ জমা করাতে পারবেন।
খ. Automatic Payments: আপনার কোন অনলাইন একাউন্ট (পেপাল, মানিবুকার্স, ওয়েব মানি) এ যদি ডলার না থাকে এবং আপনার যদি তাৎক্ষনিক ডলার দরকার হয় তবে, আপনি ফ্রীলান্সারের এর মাধ্যমে সরাসরি মানিবুকার্স থেতে সর্বনিম্ন 25$ থেকে সর্বোচ্চ 500$ পর্যন্ত জমা করাতে পারবেন। তবে, যত জমা করাবেন তার বিপরীতে নির্দিষ্ট ফিস কাটবে। ;)
গ. New Milestone Payment: আপনি যদি বায়ার হিসাবে কাজে করেন তবে আপনার ওয়ার্কার বা প্রোভাইডারকে অগ্রীম পেমেন্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারবেন। তবে, এটির অর্থ এই নয় যে, আপনি ওয়ার্কার বা প্রোভাইডারকে পেমেন্ট দিয়ে দিলেন। এর অর্থ দ্বারায়, আপনি আপনার কাজে নির্ভরযোগ্যতা স্বরূপ ওয়ার্কার বা প্রোভাইডারকে তার একাউন্টে পেমেন্ট ঝুলায় দিলেন। সময় ও কথা মত কাজ শেষে তার রিকোয়েস্ট অনুযায়ী আপনি পেমেন্ট রিলিজ করে দিবেন। :)
ঘ. Manage Milestone Payments: এই অপশন থেকে আউটগোয়িং পেমেন্ট গুলো নিয়ন্ত্রন করতে পারবেন।
ঙ. Transfer Funds: সরাসরি বা কোন প্রোজেক্ট এর পেমেন্ট করতে এই মেন্যুর ব্যবহার। মেন্যুতে প্রবেশ করলেই বুঝতে পারবেন। তবে হ্যা, বর্তমানে ফ্রীলান্সার এ কোন কারন ছাড়া (প্রোজেক্ট পেমেন্ট বাদে) ডলার ট্রান্সফার করলে একাউন্ট লক করা হচ্ছে, তাই এই ক্ষেত্রে সাবধান। একাউন্ট লক হলে তা আন-লক করার ঝামেলা অনেক।
চ. Withdraw Funds: এই মেন্যু থেকে ৪টি প্রক্রিয়ায় আপনি ফ্রীলান্সার থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। ১. ফ্রীলান্সার ডেবিট কার্ড(পাইওনিয়ার কার্ড), ২. পেপাল, ৩. মানিবুকার্স এবং ৪. ওয়্যার ট্রান্সফার। যদিও সব উত্তোলন প্রক্রিয়া দেখানো সম্ভব না তবে আমি যেভাবে উত্তোলন করি তা শেয়ার করবো পরবর্তী যে কোন এক পোষ্ট-এ।
ছ. View Payments: Manage Milestone Payments- এর মতই।
জ. Affiliate Activity: ফ্রীলান্সারে আপনার রেফারেল এ কতজন নিবন্ধন করেছে এবং তা থেকে আপনার যদি কোন আয় হয়ে থাকে তো সেটি এখানে দেখতে পারবেন।
ঝ. Transaction History: আপনি ফ্রীলান্সারে যত লেনদেন করছেন তার সব বিস্তারিত তালিকা এখানে দেখতে পারবেন।
৯. Disputes: প্রোজেক্ট এবং মাইলস্টোন পেমেন্ট নিয়ে কোন সমস্যা বা ভুল বুঝাবুঝি হলে, তা ফ্রীলান্সার কর্তৃক এখানে ব্যবস্থা গ্রহণ করা হয়।
9১০. Exam: এখানে বিভিন্ন ক্যাটাগরিতে অনেক পরীক্ষাগুলো আছে। নিজের দক্ষতা এবং প্রোফাইলকে শক্তি করতে আপনি আপনরার যোগ্যতা মোতাবেক পরীক্ষা দিতে পারেন। একদম নিচের তিনটি পরীক্ষা বাদে অন্য সব পরীক্ষা আপনাকে 5$ এর বিনিময়ে ক্রয় করে নিতে হবে। সুতরাং, যে বিষয়েই পরীক্ষা দিবেন তা ভাল করে জেনেশুনে তারপর দিবেন। অন্যথায় একবার ফেল করলে পরবর্তীতে আবার 5$ এর বিনিময়ে কিনতে হবে।
১১. Invite Friends: এটা ঠিক Affiliate Activity এর কাজ করে।আপনি আপনার ফ্রেন্ডস অন্যান্য কন্টাক্টদের আমন্ত্রন জানাতে পারেন এখানে নিবন্ধন এর জন্য। তাদের কাজের উপর ভিত্তি করে ফ্রীলান্সার ২০% আপনাকে পে করবে।
১২. Freemarket: মার্কেট মানেই বুঝতে পাচ্ছেন এখানে কেনা-বেচা হয়। বিভিন্ন রকমের বই, ডাটাবেজসহ এরকম আরো অনেক কিছুই এই সার্ভিসের মাধ্যমে লেনদেন হয়।
11১৩. API: ৪নং দ্রষ্টব্য।
১৪. Support: এখানে থেকে সাপোর্ট টিকেট সাবমিট করতে পারেন অথবা আগে থেকে করা থাকলে ভিউ টিকেট এ গিয়ে সরাসরি সাহায্য নিতে পারবেন ফ্রীলান্সার থেকে।
12
এই হল ফ্রীলান্সারের মেন্যু পরিচিতি। এতটুকুই জেনেই যে শেষ তা নয়। কাজ করতে করতে একসময় আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন। আমি যদি সব জানায় দেই তবে আপনাদের কোন স্বার্থকতা থাকবে না। কারন নিজে ঘাটাঘাটি করে যদি কিছু শিখেন তবে সেটি সারাজীন মনে থাকবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ;) আগামী পোষ্টে আবার কথা হবে।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। :)

আমেরিকা র কুকুর ও presedent

উপস্খিত মানুষবৃন্দ
প্রথমেই সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা।
ঘেউ ঘেউ।
ঘেউ ঘেউ শব্দ দুটি শুনে আপনারা ঘাবড়ে যাবেন না। আমি বাংলাদেশ থেকে আসা নেড়িকুকুর। কিন্তু আমি সহিংস নই, মৌলবাদী নই, জংগি নই। আমি কাউকে কামড় দেই না। আমি একটি শান্তিপ্রিয় নেড়িকুকুর।

এবার ওয়াশিংটনে ফোবানার সিলভার জুবিলি সম্মেলন উপলক্ষে, আপনাদের এই শহরে, যাকে পৃথিবীর রাজধানীও বলা যায়, তাতে যোগ দেয়ার ইনভিটেশন পেয়ে যুগপৎ খুশি এবং অবাক হই। খুশি এই জন্য যে, আমেরিকায় যেতে পারবো এই ভেবে। অবাক এই জন্য যে, ফোবানা কর্তৃপক্ষের এতদিনে তাহলে আক্কেল হয়েছে বাংলাদেশ থেকে কোনো কুকুরকে ইনভাইট করার। এতদিন তো ফোবানা শুধু বাংলাদেশি সিংগার, পলিটিশিয়ান আর ইনটেলেকচুয়ালদের ইনভাইট করেছে। তাহলে এই প্রথম তারা ডগকেও ইনভাইট করলো।

বুঝলাম, হোয়াইট আমেরিকানদের মতো ব্রাউন বাংলাদেশিরাও এখন ডগ লাভার হয়েছে। আমেরিকান বাংলাদেশিরা কুকুর প্রেমে আসক্ত হয়েছে।
প্রবাসীরা হয়তো জানেন আমেরিকায় প্রায় ৩১ কোটি মানুষ আছে। আর কুকুর আছে প্রায় সাড়ে ছয় কোটি। অর্থাৎ, গড়ে প্রতি ৫ আমেরিকানের একটি পোষা কুকুর আছে। আদর-যত্নে পালিত এসব কুকুরকে পাহারা দেয় মানুষ।

আর বাংলাদেশে মানুষ আছে প্রায় ষোল কোটি। অর্থাৎ, আমেরিকার অর্ধেক। বাংলাদেশে কুকুরের সংখ্যা কেউ বলতে পারবে না। এককালে মানুষকে পাহারা দেয়ার জন্য কুকুর বাংলাদেশে ছিল। এখন কুকুর প্রায় অদৃশ্য হতে চলেছে। শুধু পুলিশ আর র‌্যাবের ডগ স্কোয়াডেই কুকুরদের দেখা যায়। তবে এসব কুকুর শান্তিপ্রিয়। পুলিশ আর র‌্যাবের মতো সহিংস হতে এদের দেখা যায়নি।

আমেরিকা আর বাংলাদেশের কুকুরদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি হচ্ছে, আমেরিকা সরকারপ্রধান অর্থাৎ প্রেসিডেন্ট কুকুর ভালোবাসেন। যেমন­ প্রেসিডেন্ট লিনডন জনসনের ছিল ইউকি নামে কুকুর। জর্জ হার্বার্ট ওয়াকার বুশের ছিল মিলি নামে কুকুর। এখন আপনারা জানেন বারাক ওবামার আছে বো নামে পর্টুগীজ ওয়াটার ডগ। আসলে এরা সবাই প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান-এর উপদেশ মেনে চলেছেন। ট্রুম্যান বলেছিলেন, If you want a friend in Washington, get a dog. আপনারা যারা নির্বান্ধব অবস্খায় ওয়াশিংটনে থাকেন, তারা আগামীকাল থেকেই কুকুর পালতে শুরু করুন। ভালো থাকবেন।

তবে হোয়াইট হাউসের ওভাল অফিসে, বো সম্প্রতি একটা কুকাণ্ড করেছিল। প্রেসিডেন্ট ওবামার ডেস্কের নিচে বো হাগু করে দিয়েছিল। কার্পেটে দাগ পড়ে গিয়েছিল। কিন্তু এতে ওবামা মোটেই রাগ করেননি। তার রিপাবলিকান সমালোচকরা বলেন, বো-র ওই হাগু, খুব যত্নের সঙ্গে ওবামা পৃজার্ভ করে রেখে দিয়েছেন। তার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হয়ে গেলে, তিনি নাকি ওই শুকনো হাগু বা হাগি, সুভেনির রূপে বিক্রি করবেন। এটা নিছকই অপপ্রচার।

শুধু প্রেসিডেন্টরাই নন। আমেরিকায় কুকুরপ্রেমীদের মধ্যে আছেন মাল্টি মিলিয়নেয়াররাও। নিউইয়র্কের ধনী হোটেল ব্যবসায়ী মিসেস লিওনা হেলমসলি ২০০৭-এ মারা যান। তিনি উইল করে তার শাদা রংয়ের মলটিজ ডগ, সাইজে খুব ছোট, ট্রাবল-কে ১২ মিলিয়ন ডলার দিয়ে যান। ১২ মিলিয়ন ডলার! অর্থাৎ বাংলাদেশি প্রায় ৮৫ কোটি টাকা। বুঝুন ব্যাপারটা।

এই জুন মাসেই খবর বেরিয়েছে সেই মলটিজ ডগ ট্রাবল গত ডিসেম্বরে মারা গিয়েছে এবং পরলোকে তার প্রয়াত মনিবের সঙ্গে হয়তো আবার মিলিত হয়েছে। ইহলোকে, লিওনার উইলে ট্রাবলের কবর লিওনার পাশেই দেয়ার নির্দেশ ছিল। কিন্তু কবর কর্তৃপক্ষ সেই নির্দেশ অগ্রাহ্য করেছেন। ট্রাবলকে কৃমেট করা হয়েছে। তার মরদেহ আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।

এই ঘটনায় একটি বিষয় স্পষ্ট হয়েছে যে জীবিত অবস্খায় মানুষ আর কুকুর পাশাপাশি থাকতে পারলেও, অন্তত আমেরিকাতে, মৃত্যুর পর, মানুষ আর কুকুর পাশাপাশি থাকতে পারে না। এটা কুকুর জাতির প্রতি অসম্মানজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

কুকুর সম্পর্কে এত কথা বললাম, আমেরিকার সঙ্গে বাংলাদেশের তফাৎটা বোঝানোর জন্য। আমেরিকানরা কুকুরকে ভালোবাসে। বাংলাদেশে কুকুরকে মানুষ ভালোবাসবে কি? তারা তো গালি হিসেবে কুকুরকে ব্যবহার করে। যেমন : তারা বলে, কুত্তার বাচ্চা।

আর তাই ফোবানার ইনভিটেশন পেয়ে, আমি ভাবলাম, আমেরিকায় গিয়ে নিজের চোখে দেখে আসবো। উন্নত দেশে উন্নত কুকুরদের অবস্খাটা কি?
ফোবানা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিলেন, বিজনেস ক্লাস টিকিট দেয়া হবে না। আমাকে ডি ক্লাস বা ডগ ক্লাস টিকিট দেয়া হবে। তাতে আমি রাজি হই।

তবে একটু ভয় ছিল। ঢাকা এয়ারপোর্টে আমাকে কোনো ছলছুতায় ইমিগ্রেশন পুলিশ আটকে দেয় কিনা। প্রায়ই বাংলাদেশ সরকার একটা গোপন লিস্ট আপডেট করে এয়ারপোর্টে জানিয়ে দেয় কাদের বিদেশ যেতে দেয়া হবে না। সম্প্রতি ঢাকা এয়ারপোর্টে তারা এডিটর মাহমুদুর রহমান থেকে শুরু করে ব্যারিস্টার অসীমকে আটকে দিয়েছিল। এয়ারপোর্টে মানুষকে হয়রানি করা একটা রেওয়াজে পরিণত হয়েছে।

যাক। আমার গুড লাক। তারা আমাকে প্লেনে বোর্ড করতে দেয়। প্লেনে আমাকে ডগ ফুড সার্ভ করা হয়। আমি ওয়াশিংটনে পৌঁছাই। ডালেস এয়ারপোর্টে আমার চার পায়ের চার আঙুলের ছবি এবং আমার মুখের ছবি তুলে ইমিগ্রেশন অফিসারটি জিজ্ঞাসা করেন, আমি কেন আমেরিকায় এসেছি?

উত্তর দিলাম, ফোবানা কনভেনশনে জয়েন করতে? তিনি বললেন, ওয়াশিংটনে তো দুটো ফোবানা কনভেনশন হচ্ছে। কোনটায়?
বললাম, আসলটায়। কৃষ্টাল গেইটওয়ে ম্যারিয়ট হোটেলে যেটা হচ্ছে।
গুড। এই বলে ইমিগ্রেশন অফিসার আমাকে ছেড়ে দিলেন।
সো, হিয়ার আই অ্যাম, ফোবানা।

ওয়াশিংটনে আসার পর আমি কয়েকটি জায়গায় ঘুরে বেড়িয়েছি। বাংলাদেশের সঙ্গে বেশ কিছু বড় তফাৎ আমার চোখে পড়েছে। তার কয়েকটি আমি এখানে বলতে চাই।
এক. আমেরিকা খুব বড় দেশ। আয়তন প্রায় ৩৮ লক্ষ বর্গমাইল। বাংলাদেশ ছোট দেশ। আয়তন প্রায় ৫৬ হাজার বর্গমাইল। অর্থাৎ বাংলাদেশের তুলনায় প্রায় ৬৮ গুণ বড় দেশ আমেরিকা। আমেরিকায় প্রতি বর্গমাইলে ৮৫ জন মানুষ থাকে। আর বাংলাদেশে থাকে প্রতি বর্গমাইলে ২,৮০০ মানুষ। বাংলাদেশে মানুষের সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। এই যে এতক্ষণ আমি কথা বললাম, এরি মধ্যে কয়েক শ’ মানুষ বাংলাদেশে বেড়ে গিয়েছে। বলতে পারেন বাংলাদেশের মানুষ এ ক্ষেত্রে আমেরিকানদের তুলনায় অনেক বেশি কর্মতৎপর!

দুই. আমেরিকার তুলনায় তার দুটি প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো ছোট। আমেরিকার ওপর তারা কোনো চাপ সৃষ্টি করতে পারে না। খবরদারি করতে পারে না। কিন্তু বাংলাদেশের তুলনায় প্রতিবেশী দেশ ইন্ডিয়া বড় ও শক্তিশালী। তারা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। খবরদারি করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ইন্ডিয়ান বিজনেসম্যানদের লক্ষ্যবস্তু হয়েছে। গঙ্গা ও ব্রহ্মপুত্রের পানি ইন্ডিয়ান পলিটিশিয়ানদের লক্ষ্যবস্তু হয়েছে। বাংলাদেশের বর্ডারে ফেলানিসহ বহু নিরীহ মানুষ ইন্ডিয়ান বিএসএফের শিকার হয়েছে। বাংলাদেশে স্যাটেলাইট টিভিতে ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো একতরফা সুযোগ নিচ্ছে।

ইন্ডিয়া ট্রানজিট-করিডোর জোর করে নিচ্ছে।
তিন. আমেরিকায় জর্জ বুশের আমলে আমেরিকার শেয়ারবাজারে ধস নামলেও বারাক ওবামার আমলে সেটা সামলে নেয়ার প্রক্রিয়া চালু আছে। বাংলাদেশে শেয়ারবাজারে ধসের প্রক্রিয়া এখনও চলছে। প্রায় ৩৩ লক্ষ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে দেশে এখন খুনখারাবি ও মস্তিষ্ক বিকৃতির ঘটনা ঘটছে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসরের দুই চোখ নষ্ট করে দিয়েছেন শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি।

চার. আমেরিকায় বারাক ওবামা তার নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রাখতে সচেষ্ট আছেন। মেডিকেয়ার হয়েছে। আফগানিস্তান ও ইরাক থেকে সৈন্য ফেরত আনা হবে। কিন্তু বাংলাদেশে নির্বাচনী প্রতিশ্রুতি রাখা হয়নি। চালের দাম দশ টাকা কেজি হয়নি, ঘরে ঘরে চাকরি হয়নি।
পাঁচ. ১৭৮৭ সালে আমেরিকার সংবিধান রচিত হয়েছিল। তারপর গত প্রায় সোয়া দু’শ বছরে আমেরিকার সংবিধানের ২৭টি সংশোধনী হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি ১০ বছরে মাত্র একটি সংশোধনী হয়েছে। আর বাংলাদেশ সংবিধান রচিত হবার পরে গত ৩৮ বছরে ১৬টি সংশোধনী হয়েছে। অর্থাৎ, প্রতি সোয়া দুই বছরে একটি করে সংশোধনী হয়েছে।

ছয়. আমেরিকায় সুনির্দিষ্ট দিনে প্রতি চার বছর অন্তর প্রেসিডেনশিয়াল নির্বাচন হয়। কিন্তু বাংলাদেশে সাধারণ নির্বাচনের তেমন কোনো সুনির্দিষ্ট দিন নেই। আর গত ৩০ জুন বৃহস্পতিবার রাতে পঞ্চদশ বা সর্বশেষ সংশোধনী পার্লামেন্টে পাস হবার পর, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া খুবই অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি আমার খুব দুর্ভাবনার কারণ হয়েছে। কারণ, তাই যদি হয়, তাহলে বাংলাদেশে আগামীতে বহু মানুষ হতাহত হতে পারে।
এসব চিন্তা করে, আমেরিকায় এসে আমি দুশ্চিন্তায় পড়েছি।

আমার কয়েকটি অনুরোধ আছে।
এক. আপনারা যে দলেরই হোন না কেন, বাংলাদেশে শান্তি বজায় রাখার জন্য সর্বতোভাবে চেষ্টা করুন। পারস্পরিক সহ-অবস্খান, শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করুন।
দুই. সেনাতন্ত্রের চাইতে গণতন্ত্র কাম্য এটা মনে রাখুন। আমেরিকায় জেনারেল পেট্রাউস কখনও আচমকা ক্ষমতা দখল করতে পারবেন না। বাংলাদেশে মইন-উ-আহমেদেরা সেটা পেরেছেন। কিন্তু বাংলাদেশে যেন আবার এরশাদ-মইন গংদের কেউ ক্ষমতাসীন না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন।
তিন. বাংলাদেশের যে মানচিত্র আছে, সেটা রক্ষার জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকুন।
চার. বাংলাদেশে রাজনৈতিক নির্যাতন হলে আমেরিকার কংগ্রেসম্যান ও সিনেটর এবং হিউম্যান রাইটস সংগঠনগুলোকে রিপোর্ট করবেন বিনা বিলম্বে। আর সেজন্যই আমেরিকার মেইনস্ট্রিম পলিটিকসে যোগ দিন।

আমার কথা শেষ করার আগে একটি বিখ্যাত ফটোর কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। ওই ছবিতে দেখা যায় হোয়াইট হাউসের বারান্দা দিয়ে প্রেসিডেন্ট ওবামা দ্রুত হাঁটছেন। তার সামনে শিকলে বাঁধা, তার কুকুর, বো, দৌড়াচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমেরিকা তথা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুরুষটিকে চালিত করছে একটি ছোট কুকুর, বো। আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, বো-র সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিন। আমি তার কাছ থেকে জেনে নেব, কোন কৌশলে কুকুররা চালিত করতে পারে পলিটিশিয়ানদের। তারপর সেই কৌশল, বাংলাদেশে ফিরে গিয়ে কাজে লাগাবো।
এতক্ষণ আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমেরিকা-বাংলাদেশ বন্ধুত্ব জোরালো হোক। সবাই ভালো থাকুন।
ঘেউ ঘেউ




















বেকারত্বের দাসত্ব থেকে আমরা মুক্তি চাই। বেকারত্বের শিকলে বন্দী এই দেশ, ফলে কেউ ঘুরছে টেন্ডার বড় ভাইদের পিছনে, কেউ হায় হায় কোম্পানীর (এমএলএম) ফাইল নিয়ে, আবার কেউ মামার খোজে দৌড়াচ্ছে। পৃথিবীর ঘনবসতিপূর্ণ জনবহুল এই দরিদ্র উন্নয়নশীল দেশের মানুষ হিসেবে আমরা কতটুকু সুখী। হ্যা, সুজলা সুফলা বাংলাদেশ নদী মাতৃক ধানশালিকের এই সবুজ ভূখন্ডে পুকুর ঘাটে আর দক্ষিণের বারান্দায় বসে দক্ষিণা বাতাস আমাদের হৃদয় মনে যে দোলা দিয়ে যায় তাতে জসিম উদ্দিন বা জীবনানন্দ দাসের মতো অমর সৃষ্টি সম্ভব না হলেও কিছুটা চেষ্টার প্রয়াস আমরা খুজে পাই। গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান কিংবা পুকুর ভরা মাছ এগুলো এখন মা, নানু দাদুদের কাছ থেকে শুনে রূপকথার মতোই মনে হয়। বারান্দায় বসে কিংবা বাড়ীর উঠোনে বা ছাদে বসে দক্ষিণা বাতাসে কিছুটা জিরিয়ে নেয়ার ফুসরত এখন আমাদের আর নেই। একসময় সন্ধ্যার পর বিদ্যুত চলে গেলে হারিকেন, চেরাগ বা মোমবাতি খুজাখুজি শুরু হতো। আর এখন ঘরে ঘরে চায়না চার্জারের আলোতে অনেক ফকফকা। একসময় রাতে বিদ্যুত চলে গেলে বিল্ডিংয়ের সমবয়সী ছেলে মেয়ে আর মা খালারা জড়ো হতাম ছাদে আর এখন পাশের বাসায় কে থাকে তার সাথে এক কাপ চাও খাওয়া হয় না। আসলে আমরা কি গতিশীল? নাকি গতিহীন গতর জ্বালায় আমাদের স্বত্ত্বা পূড়ে গেছে, ম্রিয়মান হয়ে গেছে। আসলে বিজ্ঞান আর প্রযুক্তি আমাদের দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে মনের আবেগ।
শুরুতেই বলেছিলাম বেকারত্বের কথা। হ্যা সদ্য মাস্টার্স পাস করা বন্ধুদের চাকুরী নামক সোনার হরিণের পিছনে দৌড় ঝাপ দেখে এবং নিজেরও তুলনামুলক আরো ভালো কিছু করার সুযোগ খুজতে গিয়ে আবেগের কিছু কথা লিখতে ইচ্ছে হলো। এসমাজে আমরা একটি সংখ্যাগরিষ্ট অংশই রয়ে গেছি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারে। ফলে লেখা পড়ার গন্ডির শেষ দিকে এসে আমরা চাকুরীর জন্য পাগলপ্রায় হয়ে দৌড়াতে থাকি এদিক ওদিক। আর এখানে যাদের পরিবারের আর্থিক ও মামুর জোর সাপোর্ট দেয় তারাই ভালো অবস্থানে দ্রুত পৌছুতে পারে।
গ্রামে কাজ নেই। শ্রমবাজারে বিপর্যয়, অর্থনৈতিক মন্দার কারণে হাজার হাজার শ্রমিক প্রতিদিন চোখ মুছতে মুছতে বিমানবন্দরে এসে নামছে। সরকারের উন্নয়ন প্রকল্পগুলো ধীরগতির তাই গ্রামের সাধারন খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছে না। প্রতিবছর ১৫লাখ নতুন মুখ এসে যুগ হচ্ছে শ্রমবাজারে। গায়ে খাটা এসব মানুষ তবুও বেকার থাকছে। ছাটাইয়ের শিকার হচ্ছে শিল্প কারখানা থেকে।
২০০৭-০৮ অর্থ বছর শেষে দেশে মোট শ্রমশক্তি ছিল ৫কোটি ১৮লাখ। কর্মসংস্থান ছিল ৪কোটি ৯৭লাখ ৪০হাজার। বেকার ছিলেন ২০লাখ ৬হাজার। ২০০৮-০৯ অর্থ বছরে মোট শ্রমশক্তি ৫কোটি ৩০লাখ। এর মধ্যে ৫কোটি ১০লাখের কর্মসংস্থান হওয়ার কথা থাকলেও সেই লক্ষ্যমাত্রা পূরণ আর হচ্ছে না। ২০০৮এর অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে বেকারের সংখ্যা প্রায় ২১লাখ। শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে মোট কর্মক্ষম মানুষের সংখ্যা ৪কোটি ৯৫লাখ। কাজ আছে এমন মানুষের সংখ্যা হজেচ্ছ ৪কোটি ৭৪লাখ। যা মোট শ্রমশক্তির ৪.২শতাংশ।
আইএলও প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বেকারত্বের হার ১৬ভাগ। এর মধ্যে বাংলাদেশে ১৫বছরের উর্দ্ধ বয়সী যুব জনসংখ্যা ৮কোটি ৮লাখ ৪৩হাজার। এদের মধ্যে ৪কোটি ৪০লাখ ২২হাজার তরুণ কমবেশি অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। তবে এদের অনেকেরই আয় দৈনিক ৬০/৭০টাকার কম। এদের পুরোপুরি বেকার বলা না গেলেও একেবারে নিরেট বেকার ৩কোটি ৬০লাখ। আইএলও ২০০৬এর রিপোর্ট অনুযায়ী বেকারত্বের হারের দিক দিয়ে বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে ১২তম।
বাংলাদেশ ব্যাংকের পলিসি অ্যানালাইসিস ইউনিটের ২০০৮সালের এক গবেষণায় দেখা যায়, উচ্চ মাধ্যমিক থেকে সর্বোচ্চ ডিগ্রীধারীদের মধ্যে বেকারত্বের হার তুলনামুলকভাবে বেশি। এর সবচেয়ে বড় কারণ হলো শিক্ষিতরা যেনতেন কাজ করতে আগ্রহী নন। এছাড়া শিক্ষিতের মধ্যে আংশিক বেকারত্বের হার অনেক বেশি। যারা সপ্তাহে ৩৫ঘন্টারও কম সময় কাজ করেন, তাদেরই সাধারণ আংশিক বেকার বিবেচনা করা হয়।
কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর’১০ সংখ্যায় প্রকাশিত, দিন দিন বেড়েই চলছে বেকারত্বের হার। বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২কোটি ৪৪লাখ, যা দেশের মোট জনসংখ্যার ১৩.৪শতাংশ। ১৯৯০সালের তুলনায় এসংখ্যা প্রায় ১১শতাংশ বেশি। ২০০২সালে বেকারত্বের হার ছিল ৮ শতাংশ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) ২০০৯ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বেকারত্বের হার ভারত ও ভিয়েতনামের চেয়ে বেশি। ভারতে বেকারত্বের হার ১১শতাংশ, আর ভিয়েতনামে ৫শতাংশ।
আবেদন করতে করতে প্রার্থীদের পকেট ফাঁকা। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে আবেদনের টাকা জোগাতে হিমশিম খেতে হচ্ছে বেকার যুবক প্রার্থীকে। ওদিকে দরখাস্তের স্তুপ থেকে সুখবর আসবে কি? এই টেনশনে জীবনটা যেন প্রাণহীন হয়ে পড়ছে তার। ওদিকে পরিবারের চাহিদা, নিজের ভবিষ্যতের সব মিলিয়ে স্থবির হয়ে আছে যুবক। বেকারের মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিন। শুধু বিডি জবস অনলাইনে প্রতিদিন গড়ে ২৫হাজার হিট করছেন প্রার্থীরা।
পরিকল্পনা কমিশন ও জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএনডিপির এক গবেষণা অনুযায়ী ২০১৫সালের মধ্যেই দেশে কর্মক্ষম যুব সংখ্যঅ দাড়াবে তিন কোটি। বেকারত্বের হার বর্তমানের পর্যায়ে রাখতে হলে এ সময়ের মধ্যে এক কোটি ১০/লাখেরও বেশি যুবককে চাকরী দিতে হবে। আইএলও হিসাব অনুযায়ী ২০১৫সালের মধ্যেই বাংলাদশে বেকারের সংখ্যা দাড়াবে ৬কোটি। প্রতিবছর ২৭লাখ লোক বিশ্ব শ্রমবাজারে প্রবেশ করলেও কাজ পাবেন মাত্র ৭লাখ।
অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য শর্ত আরোপ করায় অভিজ্ঞদের কাছে হার মানতে হচ্ছে শিক্ষিত সার্টিফিকেট ধারীদের। তারপর কোটাপ্রথা, রাজনৈতিক লবিং, মামার জোড় সব মিলিয়ে বেকার কর্মহীন যাদের বলার কেউ নেই, করার কেউ নেই তাদের অবস্থা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। ফলে একটা সময় হতাশায় জর্জরিত যুবক জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। তাহলে কি বলতেই হয় এ দেশ এ মাটি আমাদের বসবাসের নিরাপদ ঠিকানা এখনও নয়। তাহলে রুপকল্প ২০২১কতটুকু সফলতা আনতে পারবে। বিদেশী বিনিয়োগ কমে গেছে, রপ্তানীও কমেছে, প্রবাস থেকে কর্মহীন শ্রমিকরা বেকার হয়ে দেশে ফিরছে। সর্বস্ব বিক্রি করে প্রবাসে যাওয়া শ্রমিকদের মিছিলও আজ বেশ বড়। আর এদিকে শিক্ষিত বেকারদের নিয়ে মা বাবারা পড়েছেন বেকায়দায়। কেননা শিক্ষিত বেকাররা যেন তেন চাকরি করতে নারাজ। সুযোগ বুঝে দেশে প্রবেশ করছে হায় হায় কোম্পানী, ডান হাতে দুই, বাম হাতে দুই এভাবে নেটওয়ার্ক বড় করতেই তাদের তৎপরতা। একসময় একটি বড় পুজি সংগ্রহ করে মাঠের কর্মীদের তৎপর রেখেই তারা সটকে যাচ্ছে। ফলে মাঠে থাকা কর্মীরা যারা অন্যদের অল্প বিনিয়োগে লাভের স্বপ্ন দেখিয়ে মেম্বারশীপ দিয়েছিল তারাও আটকে গেছে প্রতারনার ফাঁদে। নিজের পুজি তো গেছেই সাথে সাথে বন্ধু ও নিকটজনদের সদস্য করে তারা এখন সমাজে প্রতারক পরিচয় বহন করছে।
রাজনৈতিক একটি মিছিলে কর্মীদের অংশগ্রহণ করাতে নেতাদের অনেক হিমশিম খেতে হয়, ছোটনেতাদের বাজেট দিতে হয় প্রতিকর্মীর মাথা পিছু খরচের জন্য। কিন্তু শিক্ষিত কর্মহীন যুবকরা যে মিছিলে অংশগ্রহণ করছি তাতে কেউ পয়সা দেয়না আর সে মিছিলটি বেকারদের মিছিল। যদিও আমার প্রশ্নের উত্তর দেয়ার ফুসরাত কারো নেই তবুও নীল আকাশের দিকে তাকিয়ে বাতাসের ইথারে একটি শব্দ ছেড়ে দেই, আর কত দীর্ঘ হবে বেকারত্বের মিছিল? কবে পাবো একটি নিরাপদ চাকুরির নিশ্চয়তা! আমি বেকার থাকতে চাই না!