বাজারে আসছে মাইক্রোসফট-এর নতুন প্রযুক্তি
বিশ্ব সম্পর্কে যতোটা আমাদের জ্ঞানলাভ ও জানাশোনা হয়েছে, তা কেবল ডয়চে ভেলে নামক অনুপম বন্ধুর কারণেই সম্ভবপর হয়ে উঠেছে৷ তাই ডয়চে ভেলের কাছে আমাদের অশেষ ঋণ৷ আধুনিক বিশ্ব সম্পর্কে এক সঙ্গে এতো বিপুল অথচ আকর্ষণীয় তথ্য ও বর্ণনা আরো অন্য কোন মাধ্যমে আছে বলে বলে আমার জানা নেই৷ ডয়চে ভেলে যেন আমাদের সামনে এক অজানা রহস্যের দ্বার উন্মোচন করে দিয়েছে৷ ডয়চে ভেলের এমন আন্তরিকতা ও নিরলস কর্ম তত্পরতাকে প্রশংসা করার ভাষা খুঁজে পাওয়া সত্যিই দুঃসাধ্য৷
পশ্চিমা বিশ্বে বিক্ষোভ ও গণ আন্দোলনের চুলচেরা বিশ্লেষণ ও বস্তুনিষ্ঠ আলোচনা আমাদের মুগ্ধ করছে৷ এত ভালো কভারেজ আমরা অন্য কোনো বেতার বা ওয়েবসাইট থেকে পাচ্ছি না৷ বিষয়গুলি সঠিকভাবে বিস্তারিত জানতে পারছি৷ এটা ডয়চেভেলের একটা বিরাট সাফল্য৷ খুব ভালো লাগছে ডয়চে ভেলের অনুষ্ঠান এবং ওয়েবসাইট৷ মহ. হাফিজুর রহমান , ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী , বর্ধমান৷
আগামী ১লা অক্টোবর ক্লাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকভাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের বৈঠকে৷ এতে থাকবে সকাল ১০ টায় ব়্যালি, প্রায় ৮৫০ জন অংশ নেবেন বলে আশা করছি৷ ব়্যালি নওগাঁ শহরের ৭ কিলোমিটার রাস্তা পরিভ্রমন করবে৷ ১৮০টি মোটর সাইকেল, ৫০টি ঘোড়ার গাড়ি, ১৫০টি রিক্সা, ৫০ টি ভ্যান গাড়ি ব্যাবহার করা হবে৷ এসময় পুরো শহর উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হবে বলে আশা করছি৷
বিকেল ২ টায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে৷ প্রধান পুরস্কার হিসেবে থাকবে ৭০ টি রেডিও, ২য় পুরস্কার ৩৫ টি হাত ঘড়ি, ৩য় পুরস্কার ১৮টি ক্যালকুলেটর দেওয়া হবে৷
বিকেল ৫ টায় আলোচনা সভা৷ এতে প্রধান অতিথি থাকবেন নওগাঁ শহরের বিশিষ্ট শিল্পপতি জনাব শহিদুল ইসলাম৷ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন৷
সন্ধ্যা ৬টায় ডিএক্স প্রদর্শনী, এতে আপনাদের পাঠানো বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হবে৷ উপস্থিত সবাইকে অনুষ্ঠানসূচি ফটোকপি করে বিতরণ করা হবে৷
রাত ৯ টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ তাই আমাদের জন্য অবশ্যই কিছু ব্যাজ, স্টিকার, পোষ্টার, চাবির রিং, রেডিও সেট, টি শার্ট, পত্রিকা, বই, কলম সহ বিভিন্ন সামগ্রী পাঠাবেন যাতে আমরা তা ডিএক্স প্রদর্শনীতে রাখতে পারি৷
লিখেছেন ফ্রেন্ডস রেডিও ক্লাব, পাটালীর মোর, নওগাঁ থেকে শ্রোতাবন্ধু দেওয়ান রফিকুল ইসলাম রানা৷
আমি আপনাদের ছবি খুঁজুন, পুরস্কার জিতুন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আপনাদের পাঠানো পুরস্কারটি হাতে পেয়েছি, ধন্যবাদ৷ মো.আশরাফুল হুদা, এক্সিম ব্যাংক লিমিটেড, পুরান বাজার, সিলেট৷
সংকলন: পারভেয
সম্পাদনা: জামিউর রাহমান পারভেয