কুষ্টিয়া সদর উপজেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
কুষ্টিয়া সদর উপজেলা | |
বিভাগ - জেলা | খুলনা বিভাগ - কুষ্টিয়া জেলা |
স্থানাঙ্ক | |
আয়তন | ৩১৬.২৬ km² |
সময় স্থান | বিএসটি (UTC+6) |
জনসংখ্যা (১৯৯১) - ঘনত্ব | ৩৬৮৭৭৪ - ১১৬৬/কিমি² |
পোস্টকোড | ৭০০০ |
মানচিত্র সংযোগ: কুষ্টিয়া সদরের মানচিত্র |
সূচিপত্র[আড়ালে রাখো] |
[সম্পাদনা] অবস্থান
স্থানাঙ্কে কুষ্টিয়া সদরের অবস্থান । এখানে প্রায় ৬৬,৭৮৭ ঘরবাড়ী রয়েছে এবং এর আয়তন ৩১৬.২৬ কিমি²।[সম্পাদনা] প্রশাসনিক এলাকা
কুষ্টিয়া সদরে ১৮ টি ইউনিয়ন/ওয়ার্ড, ১৪৪ টি মৌজা/মহল্লা এবং ১৫৭ টি গ্রাম রয়েছে।[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
১৯৯১ সালের বাংলাদেশ আদমশুমারীর তথ্যানুযায়ী, কুষ্টিয়া সদরের মোট জনসংখ্যা ৩৬৮৭৭৪। এদের মধ্যে পুরুষ ৫১.৭৭% ও মহিলা ৪৮.২৩%। এই উপজেলা। এই উপজেলাতে আঠারোর্ধ জনসংখ্যা ১৯৪৭৭৮। কুষ্টিয়া সদরের শিক্ষার হার ৩৩.৭% (৭+ বছর বয়সী), যেখানে জাতীয় গড় ৩৪.৪% [১][সম্পাদনা] শিক্ষা
[সম্পাদনা] শিক্ষা
চিত্র:Kushtia univ aud.jpg
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মিলনায়তন
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেঃ
- মেডিক্যাল কলেজঃ ১
- সরকারী কলেজঃ: ৩
- বেসরকারী কলেজঃ: ৩০
- সরকারী উচ্চবিদ্যালয়ঃ ৩
- বেসরকারী উচ্চবিদ্যালয়ঃ ১৭৩
- বেসরকারী নিম্নবিদ্যালয়ঃ ৩৮
- সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৩৩০
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ২৭৫
- কিন্ডারগার্টেনঃ ৩৯
- মাদ্রাসাঃ ৩৭
- কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রঃ ২
- আইন কলেজঃ ১
- প্রতিবন্ধীদের বিদ্যালয়ঃ ১
- শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রঃ ২
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব
কুষ্টিয়ার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন লেখক মীর মশাররফ হোসেন, বাউল সম্রাট লালন শাহ, বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার প্রমূখ।[সম্পাদনা] বিবিধ
- ↑ Population Census Wing, BBS.। archived from the original on 2005-03-27। সংগৃহীত হয়েছে: November 10 2006।
The King Casino - Ventureberg
উত্তরমুছুনThe King Casino is owned by British casino operator Crown ventureberg.com/ Resorts and operated casinosites.one by Crown Resorts. It is owned https://febcasino.com/review/merit-casino/ by https://septcasino.com/review/merit-casino/ British ADDRESS: CASTLE